পুঁজিবাজার
লভ্যাংশ দেবে না বিবিএস লিমিটেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না।
রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৭৪ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির ১৯ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ০১ লাখ ৫৯ হাজার ২৬৮টি শেয়ার ৬৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৫২ লাখ ৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডস লিমিটেডের ২ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার এবং তৃতীয় স্থানে নক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিটির শেয়ার দর দশমিক ০৭ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০.১৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড শেয়ারদর ১০ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, আর্গন ডেনিমস্ লিমিটেড, মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড এবং লুবরেফ বাংলাদেশ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ৪.৪ শতাংশ, দি ইবনে সিনা ৪.০৮ শতাংশ, ডরিন পাওয়ার ৩.৬১ শতাংশ, দি পেনিনসুলা ২.৯৬ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ২.৮৬ শতাংশ, নাভানা ফার্মা ২.৬৭ শতাংশ এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২.৫৯ শতাংশ।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডমিনেজ স্টিল কোম্পানিটি ১৮ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ইবনে সিনা ফার্মা, খান ব্রাদাস্, সিটি ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।
এমএন
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে কমলো লেনদেনও
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৩ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেন আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১০৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৯৮৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৫০ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৩৩ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, বিপরীতে ২৪৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



