পুঁজিবাজার
তালিকাভুক্তির জন্য মাকসুদ কমিশনে আবেদন একমাত্র লিও আইসিটি ক্যাবলসের
দেশের অর্থনীতির চালিকাশক্তির গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজার। জুলাই বিপ্লবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ব্যাংকিং খাতে নানামুখী সংস্কার ও পদক্ষেপের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও আর্থিকখাতের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি পুঁজিবাজারে বিপরীত অবস্থা বিরাজমান। ক্রমান্বয়ে পুঁজিবাজার ডুবতে বসেছে। স্পর্শকাতর এই খাতটির সঙ্গে লাখ লাখ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগ জড়িত, প্রতিদিনের লেনেদেনের প্রতিফলন ঘটে সূচক উঠা-নামার মাধ্যমে, ফলে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটিও সূচকের সমান্তরাল রেখায় প্রতিফলিত হয়। সূচক ও লেনদেন তলানিতে নামছে, যেন দেখার কেউ নেই। অবশ্য এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ শীর্ষ ব্যক্তিদের খামখেয়ালীপনা, বাজার সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, নানা হঠকারী সিদ্বান্ত, ব্যক্তিগত অভিপ্রয়াস, পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গকে অবমূল্যায়ন, কমিশনের অভ্যন্তরীণ কোন্দলসহ নানাবিধ কারণে দেশের পুঁজিবাজার বর্তমানে ধ্বংসের দারপ্রান্তে। এছাড়াও খন্দকার রাশেদ মাকসুদ কমিশনের সময়ে একটি নতুন আইপিও অনুমোদন পায়নি। যা নতুন মূলধন প্রবাহকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে বর্তমান অকার্যকর কমিশন। ফলে অর্থনীতিবিদদের সমালোচনার মুখে পড়েছে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বর্তমান কমিশন।
এমন সময়ে চলতি বছরের জুন ক্লোজিংয়ের হিসাবে শুধু মাত্র একটি কোম্পানি তালিকাভুক্তির জন্য আবেদন জমা দিয়েছে। তাও আবার এসএমই খাতে তালিকভূক্তির জন্য দেশীয় প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি নিন্ত্রক সংস্থায় আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে এসএমই প্লাটফর্ম থেকে ৭০ লাখ শেয়ার ইস্যু করে ৭ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চায়। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটি আবেদনপত্র নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই ও সিএসই’র নিকট জমা দিয়েছে। লিও আইসিটি ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোমিনুল হক মোমিন স্বাক্ষরিত এ আবেদনপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলো গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কিউআইওর আওতায় কোম্পানিটি ৭০ লাখ শেয়ার ইস্যু করে প্রায় ৭ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই অর্থ মূলত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং আইকিউআইও ব্যয় করা হবে।
লিও আইসিটি ক্যাবলস কালিয়াকৈর হাই-টেক পার্ক, গাজীপুরে অবস্থিত এবং উৎপাদন করে ফাইবার অপটিক ক্যাবল, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অপটিক্যাল নেটওয়ার্কিং ইউনিট। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত কাঁচামাল ব্যবহার করে দেশের ডিজিটাল ও ইনার্জি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের ফাইবার অপটিক কেবল আন্তর্জাতিক মানের এবং বুয়েট সার্টিফায়েড, যা স্থায়িত্ব ও কর্মক্ষমতা নিশ্চিত করে।
কোম্পানির পণ্য বর্তমানে ব্র্যাক নেট লিমিটেড, লিঙ্ক৩ টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, ইন্টারক্লাউড কানেকটিভিটি সলিউশনস সহ বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠান ব্যবহার করছে। লিও আইসিটি কেবলস পিএলসি আশা করছে শেয়ারবাজারে প্রবেশের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের প্রযুক্তি খাতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তি দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনবে। লিও আইসিটি ক্যাবলসের এই উদ্যোগ বিএসইসির ‘এসএমই মার্কেট ও শিল্প-খাত উন্নয়ন কর্মসূচি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর ফলে উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
দেশীয় টেলিকম, বিদ্যুৎ ও নেটওয়ার্ক অবকাঠামো খাতে ফাইবার ও কেবলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।এই চাহিদার প্রেক্ষিতে লিও আইসিটি ক্যাবলস মূলধন বৃদ্ধি করে উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত মানোন্নয়নে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। কিউআইও থেকে সংগৃহীত তহবিল উৎপাদন ক্ষমতা ও মূলধন ব্যবস্থাপনা বৃদ্ধি এবং কোম্পানিকে আন্তর্জাতিক মানের উন্নীতকরণ, দেশীয় বাজারে আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের জন্য টেকসই মুনাফা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
কিউআইওর আবেদনে প্রতিষ্ঠানটি জানায়, লিও আইসিটি ক্যাবলস একটি পাবলিক লিমিটেড কোম্পানি যার পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৮ লাখ টাকা এবং প্রতি বছর আমরা প্রচুর পরিমাণে রাজস্ব আয় করি। এখন, প্রাথমিক যোগ্যতাসম্পন্ন বিনিয়োগকারী অফার (কিউআইও) অধীনে পরিশোধিত মূলধন সংগ্রহের আমাদের আগ্রহ অনুসারে, আমরা কার্যকরী মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্যে এবং আইকিউআইও ব্যয়ের জন্য আমাদের তহবিলের প্রয়োজনীয়তা পূরণের জন্য ১০ টাকা মূল্যের ৭০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য আবেদন করছি। কিউআইওর মাধ্যমে শেয়ার ইস্যু করার পরে মোট পরিশোধিত মূলধন ৩৯ কোটি ৫৮ লাখ টাকা।
এসএম
পুঁজিবাজার
প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
ন্যাশনাল টিউবসের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ন্যাশনাল টিউবস লিমিটেড কোম্পানিটি ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৮০ শেয়ারের দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১৮০ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৭ ও ১৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪২ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের আয় বেড়েছে ৮০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৯ দশমিক ৭৪ শতাংশ।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে ২ টাকা ৩২ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা (ডাইলুটেড)। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪ টাকা ৯৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪ টাকা ৮৩ পয়সা।
কাফি
পুঁজিবাজার
তমিজউদ্দিন টেক্সটাইলের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯০ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৭৮ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৬৮ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ টাকা ৯০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৫ টাকা ৭২ পয়সা
কাফি



