পুঁজিবাজার
স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন লংকাবাংলার চেয়ারম্যান
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মঈন তার স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মোহাম্মদ আবদুল মঈন তার স্ত্রী ইফফাত হককে কোম্পানিটির ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার দিয়েছেন। গত ২১ অক্টোবর মোহাম্মদ আবদুল মঈন স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যা ৩০ অক্টোবরের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল।
গতকাল (২২ অক্টোবর) ডিএসইতে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৩ টাকা ৭০ পয়সা। এ হিসেবে উপহার দেওয়া শেয়ারের মূল্য দাঁড়ায় ১৩ কোটি ২২ লাখ টাকা।
এসএম
পুঁজিবাজার
লোকসান বেড়েছে লুব-রেফের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত অর্থবছরের মতো এবারও প্রথম প্রান্তিকে লোকসান দিয়েছে কোম্পানিটি।
বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৮২ পয়সা লোকসান করেছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪৮ পয়সা লোকসান দিয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৭২ পয়সা।
পুঁজিবাজার
জিপিএইচ ইস্পাতের আয় কমেছে ৬৪ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৪ শতাংশ।
বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ পয়সা আয় করেছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় করেছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ১ টাকা ৮২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৮৫ পয়সা।
এসএম
পুঁজিবাজার
ডিএসইর জিএম বেনী আমিনের পদত্যাগ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহা ব্যবস্থাপক ফিন্যান্স অ্যান্ড একাউন্টস বেনী আমিন পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি বোর্ডের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইর জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে ২১ অক্টোবর (মঙ্গলবার) যোগদান করেন বেনী আমিন। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। নিয়ম অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মহা ব্যবস্থাপক নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাকে কোন বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পদটির নিয়োগ অস্থায়ী হলেও তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগেই বেনী আমিন পদত্যাগ করেছেন।
পুঁজিবাজার
ফ্যামিলিটেক্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার। কোম্পানিটির শেয়ার দর ৬.৪৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫.০৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, দেশবন্ধু পলিমার, কাট্টালি টেক্সটাইল, খান ব্রাদার্স, একমি পেস্টিসাইড, বারাকা পাওয়ার এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর বেড়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।
এমকে




