Connect with us

শিল্প-বাণিজ্য

ছয় প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত সরকারের

Published

on

আরএকে

দেশের ছয় প্রতিষ্ঠানকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের সাথে জড়িত। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলমও। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। ছয়টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ইনফ্যাক্ট আছে। এগুলো একীভূতকরণের একটা প্রপোজাল আগের গভর্নিং বোর্ডে গিয়েছিল। তারপর একটা উপদেষ্টা কমিটি করে দেওয়া হয়েছিল, যেখানে বেশ কজন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল অনেকেই ছিলেন। উনারা সবাই মিলে একটা রেকমেন্ডেশন করেছেন যে, নীতিগতভাবে আমরা একীভূতকরণকে অনুমোদন করেছি।’

আশিক চৌধুরী বলেন, ‘একীভূতকরণ আমাদের এখন আপাতত ডিসিশন। আগামী সরকার এসে এটাকে ইমপ্লিমেন্ট করবে। একীভূতকরণটা কীভাবে হবে সেটার ব্যাপারেও একটা ইনিশিয়াল সিদ্ধান্ত হয়েছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি কনসালট্যান্টকে দিয়ে আমরা নতুন অর্গানাইজেশনের ডিজাইনটা করব, যাতে এই ছয়টি এজেন্সির কেউই কোনো এডিশনাল সুবিধা বা কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের ট্রিটমেন্ট না পান। তাই বাইরের একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালট্যান্ট এটা করে দেবেন।’

ছয় প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানে পরিণত হবে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘একীভূতকরণটা প্রাইমারিলি গভর্নমেন্ট ইজ এগ্রিড যে ভবিষ্যতে আসলে এসব এজেন্সি একটা এজেন্সিতে পরিণত হবে। এজেন্সিগুলো হলো বিডা, বেজা, বেপজা, হাই-টেক পার্ক অথরিটি, পিপিপি অথরিটি ও বিসিক। ছয়টি সংস্থাকে আমরা একীভূতকরণের কথা বলছি।’

কাফি

শেয়ার করুন:-

শিল্প-বাণিজ্য

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Published

on

আরএকে

আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় এ দিন্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, ‘আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না।’

সমস্যা সমাধানে সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে।’

কাফি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে প্রণোদনার মেয়াদ বাড়লো

Published

on

আরএকে

সরকার ৪৩টি পণ্য ও সেবা খাতে রপ্তানির বিপরীতে দেওয়া নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ আরও ছয় মাস, অর্থাৎ চলতি বছরের জুন পর্যন্ত বাড়িয়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়েই রপ্তানিকারকরা এই সুবিধা পাবেন।

সোমবার (১২ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য প্রণোদনা কার্যকর ছিল। তবে রপ্তানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার এর মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত সম্প্রসারণ করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত অর্থবছরের মতোই এবারও প্রণোদনার হার অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন ০ দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই প্রণোদনার আওতায় রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নগদ সহায়তা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিযুক্ত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত হিসাব নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে ১ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ইউরো অঞ্চলে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সহায়তার সঙ্গে অতিরিক্ত ০ দশমিক ৫০ শতাংশ বিশেষ প্রণোদনাও বহাল থাকবে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

শিল্প-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ১৫ শতাংশ প্রবৃদ্ধি

Published

on

আরএকে

গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১৫ শতাংশেরও বেশি বেড়ে ৭ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার হয়েছে। স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের ভাষ্য, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পারস্পরিক শুল্ক কার্যকর হওয়ার আগেই মার্কিন ক্রেতারা আগেভাগে বড় অঙ্কের পণ্য আমদানি করেন। ফলে বছরের শুরুতেই রপ্তানি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। গত বছরের এপ্রিলের একটি অংশ থেকে পুরো জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১০ শতাংশের একটি সাময়িক ন্যূনতম শুল্ক আরোপ করেছিল।

এটি আগে থেকেই কার্যকর প্রায় ১৬ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট শুল্কহারকে প্রায় ২৬ শতাংশে নিয়ে যায়। এরপর গত বছর ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র দেশগুলোর ওপর আরও বেশি হারে শুল্ক কার্যকর করে। তার আগের সময়টিতে মার্কিন ক্রেতারা সম্ভাব্য উচ্চ শুল্কের ঝুঁকি এড়াতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পণ্য আমদানি করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রপ্তানিকারকরা জানান, এই আগাম চালানের প্রভাবেই জানুয়ারি-অক্টোবর সময়ে রপ্তানির পরিসংখ্যান স্বাভাবিকের চেয়ে বেশি দেখাচ্ছে। তবে বছরের শেষ ভাগের প্রকৃত চিত্র এতে পুরোপুরি প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জন্য শুরুতে গত বছরের এপ্রিলে ৩৫ শতাংশের কঠোর পারস্পরিক শুল্ক ঘোষণা করা হয়েছিল। পরে দ্বিপক্ষীয় আলোচনার পর তা সংশোধন করে ২০ শতাংশে নামানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই প্রবৃদ্ধি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক বাজার প্রায় স্থবির ছিল। মার্কিন বাণিজ্য দপ্তরের অধীন সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, জানুয়ারি-অক্টোবর সময়ে বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি বছরওয়ারি ভিত্তিতে শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ৬৬ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বেশ কয়েকটি প্রধান পোশাক রপ্তানিকারক দেশ ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে।

ভিয়েতনামের রপ্তানি ১১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৪ দশমিক ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভারতের রপ্তানি ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে। পাকিস্তানের রপ্তানি ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ার রপ্তানি ১০ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার এবং কম্বোডিয়ার রপ্তানি ২৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চীন ছিল ব্যতিক্রম। যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি এই সময়ে ৩২ দশমিক ৪ শতাংশ কমে ৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

ওটেক্সার তথ্য অনুযায়ী, এই সময়ে বাংলাদেশের পোশাকের একক দাম (ইউনিট প্রাইস) সামান্য কমেছে। তীব্র প্রতিযোগিতা এবং মার্কিন খুচরা বিক্রেতাদের সতর্ক ক্রয়নীতির প্রতিফলন হিসেবেই এটিকে দেখা হচ্ছে।

বাংলাদেশের পোশাকের ইউনিট দাম কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। ভিয়েতনামের ক্ষেত্রে এটি শূন্য দশমিক ৪৬ শতাংশ এবং চীনের ক্ষেত্রে ১০ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কম্বোডিয়ার দাম কমেছে ৭ দশমিক ২৬ শতাংশ, পাকিস্তানের ৬ দশমিক ৮৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২ দশমিক ৭২ শতাংশ। ভারতের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। জানুয়ারি-অক্টোবর সময়ে দেশটির পোশাকের ইউনিট দাম ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

রপ্তানিকারকরা জানান, বছরের শুরুতে শক্তিশালী প্রবৃদ্ধি থাকলেও আগস্টের পর থেকে গতি কমতে শুরু করে। উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর অক্টোবর ও নভেম্বর মাসে চালান দুর্বল হয়ে পড়ে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, জানুয়ারি-অক্টোবরের পরিসংখ্যান পুরো বছরের প্রকৃত প্রবণতা পুরোপুরি তুলে ধরছে না। তিনি বলেন, প্রবৃদ্ধির বড় অংশ এসেছে বছরের শুরুর দিকের মাসগুলোতে, যখন শুল্ক কার্যকরের আগেই দ্রুত চালান পাঠানো হয়েছিল। আগস্টের পর থেকে রপ্তানির গতি স্পষ্টভাবেই মন্থর।

তবে তিনি আশাবাদী যে, আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে। রাজনৈতিক উত্তাপ কমলে আন্তর্জাতিক ক্রেতারাও পূর্ণাঙ্গ অর্ডার দিতে আগ্রহী হবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি নভেম্বরে বছরওয়ারি ভিত্তিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে। ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) জানিয়েছে, ছুটির মৌসুমের শুরুতেই ভালো বিক্রির কারণে ২০২৫ সালের ব্যয়সংক্রান্ত পূর্বাভাস পূরণের পথে রয়েছে বাজার। এর ফলে বাজারে থাকা পোশাকপণ্যের মজুত দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নতুন অর্ডার দেওয়ার ক্ষেত্রে মার্কিন ক্রেতাদের উৎসাহিত করতে পারে।

এনআরএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ শে বলেন, নভেম্বরে খুচরা বিক্রিতে বছরওয়ারি ভিত্তিতে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে, যদিও মাসওয়ারি হিসেবে বিক্রি প্রায় স্থির ছিল। বড় পোশাক উৎপাদনকারী দেশগুলোর জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এটি রপ্তানির জন্য ইতিবাচক খবর। আরও বলেন, অনলাইনে ছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতারা সাইবার মানডে পর্যন্ত কেনাকাটা কিছুটা পিছিয়ে দিতে পারেন। কারণ, এ বছর থ্যাংকসগিভিং উৎসব দেরিতে হওয়ায় সাইবার মানডে ডিসেম্বর মাসে পড়েছে। তিনি বলেন, ভোক্তারা দামের ব্যাপারে সচেতন এবং ছুটির মৌসুমে হিসাব করে ব্যয় করছেন। খুচরা বিক্রেতারাও সব বাজেটের জন্য প্রতিযোগিতামূলক দামে পণ্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের ছুটির মৌসুমের পূর্বাভাস এবং পুরো বছরের খুচরা বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আত্মবিশ্বাসী।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমার অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক

Published

on

আরএকে

রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ডকুমেন্টারি কালেকশন ব্যবস্থার আওতায় রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমা ও প্রক্রিয়াকরণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত কাজগুলো এখন ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সার্কুলারে বলা হয়েছে, ট্রেড ফাইন্যান্স ব্যবস্থাকে আধুনিক করা এবং রফতানি কার্যক্রমে গতি আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের চলমান ডিজিটাল কার্যক্রমের সঙ্গে রফতানি প্রক্রিয়াকে সমন্বয় করাও এর লক্ষ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ইউনিফর্ম রুলস ফর কালেকশন (ইউআরসি) এবং এর ইলেকট্রনিক প্রেজেন্টেশন সংক্রান্ত সম্পূরক ই-ইউআরসি অনুসরণ করে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট (ডিপি) ও ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স (ডিএ)—উভয় ক্ষেত্রেই নিরাপদ ব্যাংক-টু-ব্যাংক ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে রফতানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ করতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়, ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ স্থানীয় ও বিদেশি ব্যাংকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে করা যাবে। এ ক্ষেত্রে ডকুমেন্টের ফরম্যাট ও উপস্থাপনের স্থান নির্ধারণসহ বিক্রয় চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে ডকুমেন্টারি কালেকশন ই-ইউআরসি কাঠামোর আওতায় ইলেকট্রনিকভাবে পরিচালিত হবে।

আইনগতভাবে গ্রহণযোগ্য হলে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডসের মাধ্যমে সব ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে উপস্থাপন করা যাবে। তবে যেখানে এ ধরনের রেকর্ডস গ্রহণযোগ্য নয়, সেখানে টাইটেল ও হস্তান্তরযোগ্য ডকুমেন্ট ম্যানুয়াল পদ্ধতিতে পাঠাতে হবে; অন্য নথিগুলো ইলেকট্রনিকভাবে পাঠানো যাবে। প্রয়োজনে ব্যাংকগুলো প্রত্যয়িত ইলেকট্রনিক কপিও সরবরাহ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক স্বীকৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সাউন্ড অ্যান্ডোর্সমেন্ট সার্টিফিকেট বা সুইফট বার্তার মাধ্যমে টাইটেল ডকুমেন্টের ডিজিটাল অ্যান্ডোর্সমেন্টেরও অনুমতি দেওয়া হয়েছে। এডি ব্যাংকগুলোকে নিরাপদ ট্রান্সমিশন, সঠিক রেকর্ড সংরক্ষণ এবং ডিজিটাল স্বাক্ষর যাচাই নিশ্চিত করতে বলা হয়েছে।

এব্যবস্থা পর্যায়ক্রমিক ও ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে পাইলট প্রকল্প হিসেবে চালু করা যাবে। পাইলট কার্যক্রম শুরু হলে তা বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। বাজার সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বাড়াবে এবং বাংলাদেশকে আরও ডিজিটাল ও নিরাপদ ট্রেড ফাইন্যান্স ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

Published

on

আরএকে

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ মেলা উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ই-টিকিটিংয়ের (অন-স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ) ব্যবস্থা করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া এবার ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ১ জানুয়ারি থেকে তবে এবারের বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো।

করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

আরএকে আরএকে
পুঁজিবাজার7 minutes ago

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায়...

আরএকে আরএকে
পুঁজিবাজার15 minutes ago

বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ জানুয়ারি বিকাল ৩টায়...

আরএকে আরএকে
পুঁজিবাজার22 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ডাইং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জানুয়ারি বিকাল...

আরএকে আরএকে
পুঁজিবাজার34 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৯৪ শেয়ারদর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায়...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

ইউনিক হোটেলের আয় কমেছে ১৬ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

আরএকে আরএকে
পুঁজিবাজার2 hours ago

পদ্মা অয়েলের আয় বেড়েছে ১৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরএকে আরএকে
পুঁজিবাজার15 hours ago

ইস্টার্ন লুব্রিকেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
আরএকে
রাজনীতি5 seconds ago

নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

আরএকে
পুঁজিবাজার7 minutes ago

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
পুঁজিবাজার15 minutes ago

বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
জাতীয়21 minutes ago

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: উপদেষ্টা রিজওয়ানা

আরএকে
পুঁজিবাজার22 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ডাইং

আরএকে
পুঁজিবাজার35 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৯৪ শেয়ারদর

আরএকে
প্রবাস40 minutes ago

বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

আরএকে
রাজনীতি1 hour ago

নির্বাচন রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ: জামায়াত আমির

আরএকে
রাজনীতি1 hour ago

তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা করছে একটি দল: নাহিদ ইসলাম

আরএকে
আন্তর্জাতিক1 hour ago

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

আরএকে
রাজনীতি5 seconds ago

নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

আরএকে
পুঁজিবাজার7 minutes ago

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
পুঁজিবাজার15 minutes ago

বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
জাতীয়21 minutes ago

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: উপদেষ্টা রিজওয়ানা

আরএকে
পুঁজিবাজার22 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ডাইং

আরএকে
পুঁজিবাজার35 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৯৪ শেয়ারদর

আরএকে
প্রবাস40 minutes ago

বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

আরএকে
রাজনীতি1 hour ago

নির্বাচন রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ: জামায়াত আমির

আরএকে
রাজনীতি1 hour ago

তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা করছে একটি দল: নাহিদ ইসলাম

আরএকে
আন্তর্জাতিক1 hour ago

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

আরএকে
রাজনীতি5 seconds ago

নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন জোনায়েদ সাকি

আরএকে
পুঁজিবাজার7 minutes ago

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
পুঁজিবাজার15 minutes ago

বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আরএকে
জাতীয়21 minutes ago

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: উপদেষ্টা রিজওয়ানা

আরএকে
পুঁজিবাজার22 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ডাইং

আরএকে
পুঁজিবাজার35 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৯৪ শেয়ারদর

আরএকে
প্রবাস40 minutes ago

বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

আরএকে
রাজনীতি1 hour ago

নির্বাচন রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ: জামায়াত আমির

আরএকে
রাজনীতি1 hour ago

তাহাজ্জুদের পর সিল মারার পরিকল্পনা করছে একটি দল: নাহিদ ইসলাম

আরএকে
আন্তর্জাতিক1 hour ago

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০