পুঁজিবাজার
৯৮০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের আসন্ন তৃতীয় উৎপাদন কারখানার জন্য বিনিয়োগ পরিকল্পনা সংশোধন করেছে। এর ফলে মোট বিনিয়োগের পরিমাণ আগের ৮১৩ কোটি টাকা থেকে বেড়ে ৯৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়সীমাও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বার্জার পেইন্টস বাংলাদেশের তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পর্ষদ। পূর্বে এই ইউনিটে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল।
নতুন প্রস্তাব অনুযায়ী, তৃতীয় ইউনিটে বিনিয়োগ বাড়বে ১৬৭ কোটি টাকা।
নতুন প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি তাদের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ নতুন এই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করতে চায় কোম্পানিটি।
কোম্পানিটি জানিয়েছে, তাদের এই তৃতীয় ইউনিটটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে। এটি দেশের রং শিল্পের বাজারে অন্যতম বৃহৎ কারখানা হতে যাচ্ছে। ৪০ একর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি নির্মিত হচ্ছে। এই বিনিয়োগ সম্পন্ন হলে বাংলাদেশের রঙের বাজারে বার্জার পেইন্টসের অবস্থান আরো শক্তিশালী হবে এবং তাদের ব্যবসা বাড়বে।
কোম্পানির এই প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
এসএম
পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮ দশমিক ৭৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ৮ দশমিক ৫৫ পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ২১ পয়েন্ট বা ২ শতাংশ।
এসএম
পুঁজিবাজার
সপ্তাহজুড়ে শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬০ টাকা ৪০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪১ টাকা ৮০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এএফসি অ্যাগ্রোর শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪ টাকা ৯০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১৬ দশমিক ৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৬ দশমিক ০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৫ দশমিক ৩৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪ দশমিক ৪৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১৪ দশমিক ৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ ও সিভিও পেট্রোর ১৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএম
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩০ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৭০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি ওয়েল্ডিংয়ের ৮.২০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৩৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫.৯৩ শতাংশ ও সায়হাম কটনের ৪.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএম
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ফাইন ফুডডের প্রতিদিন গড় ১৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৪ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬১ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লোভেলো আইসক্রিমের ২ দশমিক ৪১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২ দশমিক ৩৯ শতাংশ, সিমটেক্সের ২ দশমিক ৩৯ শতাংশ, সাইহাম কটনের ২ দশমিক ৩১ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ২৬ শতাংশ, রহিমা ফুডের ১ দশমিক ৭২ শতাংশ এবং একমি পেস্টিসাইডের ১ দশমিক ৬৯ শতাংশ লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
বিএসইসির নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সভা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইসলামিক পুঁজিবাজারের উন্নয়ন ও শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ সংক্রান্ত পরামর্শ দিতে নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিরের (এসএসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের কমিশন সভা কক্ষে ‘কমিশনের অফিস আদেশ, ২২ অক্টোবর ২০২৫’ অনুযায়ী গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সভায় সভাপতিত্ব করেন গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ। এছাড়াও সভায় শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য: জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ; জামিয়াহ শরিয়াহ মালিবাগ ঢাকা’র সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা. রুহুল আমিন; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আব্দুর রহিম স্বশরীরে উপস্থিত ছিলেন।
একইসাথে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক ও ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান জুমের মাধ্যমে অনলাইনে উক্ত সভায় যুক্ত ছিলেন।




