পুঁজিবাজার
সিনোবাংলার পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি পরবর্তীতে প্রকাশ করা হবে।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ১৩ কোটি ১৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৩০ হাজার ৯৫৫টি শেয়ার ৬৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ১৭ লাখ ৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের ২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ১ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে মেঘনা কনডেন্সড মিল্কের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
ইউনাইটেড ইন্স্যুরেন্সে তিন মাসের জন্য নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে তিন মাসের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. জসিম উদ্দিন।
জানা গেছে, তিনি কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। তাকে তিন মাসের জন্য সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
কাফি
পুঁজিবাজার
মাইডাস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ০২ পয়সা বা ৫ দশমিক ৬৬শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫.০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর ৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক্স, ফার্স্ট ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১৪৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স দর বেড়েছে ৫ দশমিক ০৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এবং রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কোম্পানিটির ২৭ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির ১২ কোটি ৯১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, সামিট অ্যালায়েন্স, একমি পেস্টিসাইড লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।



