রাজনীতি
নির্বাচনী প্রচারণায় আজ যেসব জেলায় যাবেন তারেক রহমান
নির্বাচনী প্রচারণায় আজ বৃহস্পতিবার সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের একাধিক জেলায় জনসমাবেশে অংশ নিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হবে সিলেট থেকে এবং শেষ হবে নারায়ণগঞ্জে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে তারেক রহমান সিলেটে পৌঁছান। সফরের শুরুতেই তিনি মাজার জিয়ারত করেন এবং সিলেটেই রাত্রিযাপন করেন।
আজ বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।
দুপুর ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখার সূচি রয়েছে।
এরপর বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।
সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।
দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সফরসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড পাবে ৪ কোটি পরিবার: তারেক রহমান
ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের প্রধান নারী সদস্য এই কার্ড পাবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
তারেক রহমান বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্যও গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন।
বিএনপির চেয়ারম্যান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তারেক রহমান।
দেশের আনাচে-কানাচে ঘুরে এবং গত ১৭ বছর সময়জুড়ে দেশকে নিয়ে ভাবনা থেকেই এসব পরিকল্পনার কথা ভেবেছেন তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
এমকে
রাজনীতি
জুলাই যোদ্ধাদের নিয়ে নির্বাচনী প্রচারণায় কামাল হোসেন
জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে ঢাকা-৫ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ১০দলীয় ঐক্যের ঢাকা-৫ আসনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে দাঁড়িপাল্লার প্রতিকে জোটের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমীর আল্লামা মোখলেসুর রহমান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয়ক মুফতি আব্দুল্লাহ বিন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম, খেলাফত মজলিসের আব্দুর রহমান, জুলাই যোদ্ধা নূর আলম আজাদ, রবিউল করিম, হোসাইন আহমদ, জামাল উদ্দিন, আবু বক্কর তুহিন, আইনাল হক, মিজানুর রহমানসহ ১০দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
এমকে
রাজনীতি
নির্বাচনি থিম সং প্রকাশ করলো বিএনপি
শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। নির্বাচনি প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সিলেট সফরে। সেখান থেকেই ভোটের আনুষ্ঠানিক প্রচার ও দলের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করবেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি।
দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
রাজধানীর হোটেল লেকশোর-এ বিএনপির নির্বাচনি থিম সং-এর উদ্বোধনকালে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ।
রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।
তিনি বলেন, ধানের শীষ নির্বাচনি প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনি উৎসব, তা অনেকটাই কমে গেছে।
তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।
ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।
এমকে
রাজনীতি
সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তারেক রহমান
সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে এক আবেগঘন পরিবেশে নির্বাচনি গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে প্রচারণা শুরু করেন তিনি।
হাজারো মানুষের উপস্থিতিতে তারেক রহমা বলেন, ‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’
এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি শ্বশুরবাড়ি যান।
শ্বশুরবাড়িতে বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করবো।’
তারেক রহমান বলেন, ‘সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো, যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে, দেশে বেশি রেমিট্যান্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।’
কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু করা হবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’
গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গত ১৬ বছর এ দেশে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দিতেই এই নির্বাচন।’
এমকে
রাজনীতি
চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা পেলেন অ্যাড. শাহজাহান মিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা রির্টানিং কার্যালয় সামনে সকাল থেকেই চাঁদপুর সদর-হাইমচর এলাকার জামায়াতে ইসলমীর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। নির্বাচনী প্রতীক গ্রহন শেষে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া নেতা-কর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।
প্রতীক বরাদ্দ গ্রহনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর সেক্রেটারী বেলায়েত হোসেন শেখ, সদর সেক্রেটারী জুবায়ের হোসেন, ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর সভাপতি জাহিদুল ইসলাম, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারী জসিম উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, জামায়াত নেতা এডভোকেট মামুন মিয়াজী, আব্দুল হাই লাভলু।
নির্বাচনী প্রতীক গ্রহণ শেষে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে জনগণের কাছে যাব। ইনশাআল্লাহ চাঁদপুরবাসী ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, গনফোরামের সেলিম আকবর উদীয়মান সুর্য, গণঅধিকার পরিষদের জাকির হোসেন ট্রাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন কাস্তে, ইসলামী আন্দোলন মো: জয়নাল আবেদীন হাতপাখা, ইসলামী ফ্রান্ট আহসান উল্যাহ মোমবাতি প্রতীক সহ সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ সংগ্রহ করেন।



