পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) কোম্পানিটির ১৯ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৭ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, খান ব্রাদার্স, রানার অটো, আনোয়ার গ্যালভানাইজিং, ডোমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫ কোম্পানির মধ্যে ১৫৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফিডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।
এমকে
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন কমেছে আরও
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ১৭৪ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১০৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫২৭ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৭৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
গোল্ডেন সনের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২৫৯ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ২৫৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৫ ও ১৯৩২ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৯ কোটি ৫৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
ইস্টার্ন হাউজিংয়ে এমডি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইস্টার্ন হাউজিংয়ে আমিনুল করিম সিদ্দিককে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ করা হয়েছে।
এমকে



