পুঁজিবাজার
মেট্রো স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
সূচকের উত্থানে চলছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় (বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬ পয়েন্টে।
এ সময় শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ০ দশমিক ০৬ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ পয়েন্টে, আর ‘ডিএস–৩০’ সূচক বেড়েছে ৫ দশমিক ৯৪ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৫২ পয়েন্টে।
প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯২টির শেয়ারদর বেড়েছে, ১০৬টির কমেছে, এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুডস লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এপেক্স ফুডসের প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।
এ সময়ে কোম্পানির প্রতি শেয়ার নগদ প্রবাহ (সিপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ১২ টাকা ১৯ পয়সা।
এ ছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৯৬ পয়সা।
পুঁজিবাজার
সেন্ট্রাল ফার্মার নো ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ওয়াইম্যাক্স ইলেকট্রোড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৮ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪৩ টাকা ৪৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৪ টাকা ৫০ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৭ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
এসএম
পুঁজিবাজার
ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৪২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৮ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
এসএম



