পুঁজিবাজার
বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৭৫টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সাইফ পাওয়ারটেক, এক্টিভ ফাইন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্রিড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ১৩ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসে শেয়ার দর ৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, মালেক স্পিনিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনিফিউশন, এপেক্স স্পিনিং এবং গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) কোম্পানিটির ২১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মা, মনোস্পুল বাংলাদেশ, বিএসসি, খান ব্রাদার্স, পাওয়ার গ্রিড এবং রানার অটোমোবাইলস পিএলসি।
এসএম
পুঁজিবাজার
অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ১৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১০১০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৯১০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০২ কোটি ২০ লাখ ২৭ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, বিপরীতে ২৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
পুঁজিবাজারের ৭৩ কোম্পানির শেয়ারে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে মন্দাভাবের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে বিনিয়োগকারীরা। এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ারে ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। বিপরীতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। গত অক্টোবর শেষে শেয়ার ধারণের তথ্য প্রকাশ করা ১৪০টি কোম্পানির মধ্যে ৭৩ টিরই প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে। এসব শেয়ারের দরবৃদ্ধির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার-সংশ্লিষ্টরা।
গত আগস্ট থেকে অক্টোবর শেষে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ধারণের হার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পর্যালোচনায় দেখা গেছে, বেশির ভাগ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার বেড়েছে। তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ১৪০টি শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে। বাকি কোম্পানি এখনও এ তথ্য প্রকাশ করেনি। গত অক্টোবরে ৭৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার বেড়েছে। তবে একই সময়ে কমেছে ৫৫টিতে। আর ১২টিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার অপরিবর্তত রয়েছে।
যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
অক্টোবর শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার সবচেয়ে বেশি বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে। আগস্টে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৮ দশমিক ৬৬ শতাংশ। আর অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বৃদ্ধি পাওয়া অপর কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিটি ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, অগ্নি সিস্টেমস, নিটল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, বিডিকম অনলাইন, মিডল্যান্ড ব্যাংক, পেনিনসুলা চিটাগং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, এমজেএল বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রানার অটোমোবাইলস, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, পূরবী জেনারেল ইন্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড,একমি ল্যাবরেটরিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, শমরিতা হসপিটাল, ইবনে সিনা, ক্রাউন সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটিজ ইসিলামী ব্যাংক, মিথুন নিটিং, পিপলস ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, বিএসআরএম স্টিল, গ্লোবাল ইসলামী ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যালস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, লাফার্জহোলসিম, উসমানিয়া গ্লাস শিট, ইসলামিক ফাইন্যান্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ইসলামিক ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ক্যাবলস, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, মেঘনা সিমেন্টস, লুব-রেফ বিডি, আল আরাফাহ ইসালামি ব্যাংক, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ডিবিএইচ, ম্যারিকো, গ্রামীণফোন, মাইডাস ফাইন্যান্স, ওয়ালটন, বাটা সু, বার্জার পেইন্টস, ডাচ-বাংলা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সামিট পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল এবং পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে যেসব কোম্পানিতে
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ফিনিক্স ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, যমুনা অয়েল, এসবিএসি ব্যাংক, এপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, শাইনপুকুর সিবামিকস, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, বেক্সিমকো, তিতাস গ্যাস, মুন্নু সিরামিকস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক, বঙ্গজ, ন্যাশনাল পলিমার, স্ট্যান্ডার্ড সিরামিক, বেক্সিমকো ফার্মা এবং হাইডেলবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে যেসব কোম্পানিতে
বাংলাদেশ ওয়েল্ডিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইসিবি, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, পাওয়ার গ্রিড, প্রিমিয়ার লিজিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, জাহিনটেক্স এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশ লিমিটেড।
এসএম



