পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। সাপ্তাহিক ব্যবধানে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৫.২৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৪.০৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৩.৬৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দৈনিক গড়ে ডমিনেজ স্টিলের ১০ কোটি ৫৩ লাখ টাকা), রবি আজিয়াটার ১০ কোটি ৩৬ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ২৪ লাখ টাকা), প্রগতি ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৭ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের ৯ কোটি ৭৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৬৮ লাখ টাকা এবং সোনালী পেপারের ৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (০১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আসন্ন ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে নীতি-নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮.৩৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইলক্র্যাফট লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৯৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৫.২৫ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির ক্লোজিং দর ছিল ৫ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকায়।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা সিমেন্টের ১৫.১২ শতাংশ, বিপিএমএলের ১৪.০১ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৩.৫১ শতাংশ, ফার কেমিক্যালের ১২.৯৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১২.১২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১১.১১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা বা ৪৮.৫৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৭.৪৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ২৪.৫৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে পেনিনসুলা চিটাগং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ১৪.৫৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৫১ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ১৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার-এর ১৩.৪৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ১৩.০১ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১২.৬৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন হারালো ৫ হাজার ৭৯৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা ০.৮২ শতাংশ।
বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২৭.৬৭ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১০.৩৪ পয়েন্ট বা ০.৫২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৫.৯২ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ।
তবে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১৫ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬.৯৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
এশিয়াটিক ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৮২ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৫ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এসএম




