Connect with us
৬৫২৬৫২৬৫২

রাজনীতি

নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে: ফখরুল

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে। সব একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে, ফ্যসিবাদী শক্তি তত শক্তিশালী হবে।

শেয়ার করুন:-

রাজনীতি

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মিলে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হলো ৪৮টি দফার ওপর গণভোট করা হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। এতদিন কেন এত আলোচনা, এত কসরত করা হলো, তা প্রশ্নবিদ্ধ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, যেগুলো ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই। আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে। কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু যা প্রস্তাব এসেছে, তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য আমরা জানি না, তারা কী অর্জন করতে চায় তা আমরা জানি না।

আরপিও এবং জোটের প্রতীক নিয়ে সালাহউদ্দিন বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে বলা হলো, জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করছে। এটা আমরা আশা করি না।

সালাহউদ্দিন আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করছি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে: নাহিদ

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি যদি মনে করে তারা এককভাবে সবকিছু করবে। এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না। সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা সেই আস্থা তারা পাবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি। জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে হবে, সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠান কেবলই একটা আনুষ্ঠানিকতা। কেবলই কাগজে সাইন। যার মূল্য কেবলই কাগজে। বাংলাদেশের ইতিহাসে আমরা ৯০ এর গণঅভ্যুত্থ্যানের পরও ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম। যেটা মূলত ছিল জনগণের সঙ্গে একটা প্রতারণা। ৯০ এর পুনরাবৃত্তি আমরা আর বাংলাদেশে হতে দেব না। এ কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি। আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, শাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা। নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই মনবাসনা চাপিয়ে দিতে চায়। আমরা ধরে নেব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন নয়। নির্বাচন কমিশন ন্যায় বিচার করতে সক্ষম নয়। নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না। গায়ের জোরে পরিচালতি হচ্ছে। ফলে এই ধরনের একটা নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেই বিষয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হবে। আমাদের মনেও প্রশ্ন তৈরি হবে। কিন্তু আমরা বলছি- শাপলা নিয়ে আমাদের আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে আমরা যে কোনো প্রতীক নিতে প্রস্তুত আছি।

নাহিদ বলেন, আমরা মনে করছি এখানে আইনি কোনো বাধা নেই। কিন্তু রাজনীতিকভাবে এটি আদায় করে নিতে হয়। যদি নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে দেওয়া হয়। ফলে রাজপথই আমাদের একমাত্র জায়গা হবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা গণতান্ত্রিকভাবে ইলেকশনের মধ্য দিয়ে সামনের দিকে আগাতে চাই।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি আমাদের জোটে যেতে হয়, জোটে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মৌলিক জায়গা। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করছে। সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা করতে পারি। কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে রকম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এই ধরনের কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে।

আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ফেব্রুয়ারির যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে তার মধ্যে হোক। নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয়। সেই জন্য সব পক্ষকে কাজ করতে হবে। ফ্যাসিবাদী যারা রয়েছে- যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র চলমান রেখেছে। নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। ক্ষমতার লোভে ‍যদি কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবে সবকিছু করবে, এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না। সরকার টেকাতে তাদের কষ্ট হবে। জনগণের যে আস্থা সেই আস্থা তারা পাবে না।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকরা ন্যায্য অধিকার পাবেন: ড. হেলাল উদ্দিন

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষকদের সব যৌক্তিক ন্যায্য দাবি পূরণ করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে পুরানা পল্টন কলেজ অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, শিক্ষা নীতি সংস্কার করে আধুনিক যুগোপযোগী শিক্ষা নীতি প্রণয়ন করা হবে এবং শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে বরাদ্দ ভিত্তি করা হবে। শিক্ষাখাতে যা বরাদ্দ দেওয়া হবে তা খরচ নয় বরং আগামী প্রজন্মের জন্য বিনিয়োগ। অথচ আওয়ামী লীগ শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় তিনি আরও বলেন, অতীতের সব সরকার শিক্ষকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাঁরা ক্ষমতাকে চিরস্থায়ী করতে নিজেরা-নিজেরা প্রহসনের ভোট করেছে। প্রহসনের নির্বাচনে তাদের জালিয়াতিতে জড়াতে বহু শিক্ষককে বাধ্য করেছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন এবং তার পরবর্তীতে আওয়ামী লীগের শাসনামলের ২০১৪ সালে এক দলীয় নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট ও ২০২৪ সালের আমি-ডামি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত। এসব নির্বাচনের মাধ্যমে বড় দল দাবি করা দেশের দুটি দল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। শিক্ষকদের ব্যবহার করে শিক্ষক সমাজকে জাতির কাছে অপরাধী সাজিয়েছে। ক্ষমতায় বসে শিক্ষকদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে।

ড. হেলাল উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক কেবল জাতি গড়ার কারিগর নয় বরং শিক্ষক জাতির ভবিষ্যৎ নির্ধারণেও ভূমিকা রাখে। নির্বাচনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। সেই নির্বাচনে যদি ভোট গ্রহনের কাজে নিয়োজিত শিক্ষকগণ নিরপেক্ষ ভূমিকা রাখে তবে জাতি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের সরকার গঠন করতে পারে। কিন্তু কোনো শিক্ষক যদি নিরপেক্ষতা হারিয়ে কোনো দলের পক্ষপাতিত্ব করে তবে বিতর্কিত নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। ফলে জনগণের সরকার গঠন করা যায় না।

আগামী নির্বাচনে শিক্ষকদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই ক্ষমতা লোভীদের ভোট চুরি করতে দেওয়া যাবে না, কেন্দ্র দখল করতে দেওয়া যাবে না, জাল ভোট ও ব্যালট বাক্স লুটের সুযোগ দেওয়া যাবে না। সাহসীকতার সঙ্গে যেকোন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, ভোট চুরি করতে আসে, ব্যালট বাক্স লুট করতে আসে তবে উপস্থিত জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য ও পল্টন থানা নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলাম, সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব, পল্টন থানা সহকারী সেক্রেটারি মো. এনামুল হক, কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ, ওমর ফারুক, শামীম হাসনাইন, নুরুল আফসার, থানা শুরা সদস্য শরীয়ত উল্লাহ। এছাড়া পুরানা পল্টন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কাফি

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে : তারেক রহমান

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষাব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বের করে আনতে হবে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমান বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। আর এই প্রতিভা বের করে আনতে হবে এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। পুরো শিক্ষাব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘ঘোষিত ৩১ দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

Published

on

ইসলামী ইন্স্যুরেন্স

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার পাশাপাশি ২০ হাজার কর্মীকে গুম-খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি মন্তব্য করেন, রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্যকে বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনি ট্রেনকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন এবং তখনকার সব সংবাদমাধ্যম একসাথে তার দেওয়া বয়ান তৈরি করত।

এসময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার19 minutes ago

ইসলামী ইন্স্যুরেন্সের আয় কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার1 hour ago

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার1 hour ago

স্টাইলক্রাফটের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৫৩টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার2 hours ago

দরবৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার2 hours ago

পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া...

ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার4 hours ago

স্টাইলক্রাফটের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফট লিমিটেডডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।  AdLink দ্বারা...

Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১