প্রবাস
আমিরাতে ৪০ লাখ টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি যুবক
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মানসুর আহমেদ নামের এক বাংলাদেশি প্রবাসী। তার পাওয়া ২৫০ গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার সমান।
বুধবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিট’র লটারি কিনেছিলেন। এতে প্রথমবারই বাজিমাত করেছেন এই বাংলাদেশি প্রবাসী।
২৪ বছর বয়সী মানসুর দুবাইয়ে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। গত চার বছর ধরে সেখানে আছেন। তবে তার পরিবার বাংলাদেশেই থাকে। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে টিকিটটি কেনেন এই যুবক। এখন এসব তারা সবাই ভাগ করে নেবেন।
স্বর্ণজয়ী মানসুর বলেন, আমি আমিরাতে চার বছর ধরে রয়েছি। আজ অনেক খুশি আমি। সোশ্যাল মিডিয়ায় প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। তারপর ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করি এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! প্রথমবার টিকিট কিনছি, আর প্রথমবারই জয়লাভ করেছি। এখন আমরা সবাই খুশি এবং কৃতজ্ঞ।
মানসুর ১০ বন্ধুর সবার সঙ্গে এই স্বর্ণ সমানভাগে ভাগ করে নেবেন বলেও জানান। তিনি বলেন, আমরা এই স্বর্ণ ভাগ করে নেয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমনই এক অভিজ্ঞতা, যা কখনো ভুলব না আমরা।
প্রবাস
বিএনপি চীন শাখার বনভোজন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৃহত্তর চীন শাখার উদ্যেগে সংগঠনটির সাংগঠনিক বন্ধন সুদৃঢ় এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে এক সফল ও আনন্দময় বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ও ৭ অক্টোবর দুই দিনব্যাপী বনভোজনটি চীনের হুইঝু শহরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আয়োজিত হয়। এই দুই দিনের অনুষ্ঠান ঐক্য ও উদ্যমের মধ্য দিয়ে চায়নায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করলো।
এই মনোরম সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে চায়না বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো. রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদ প্রমুখ। এছাড়াও, চায়না বিএনপির নেতা আসিফ হক রুপু ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন।
প্রাকৃতিক পরিবেশের মধ্যবর্তী এই দুই দিন ছিল সম্প্রীতি, আলোচনা ও পরিকল্পনায় পরিপূর্ণ। নেতা-কর্মীরা একত্রিত হয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পথ নিয়ে গঠনমূলক আলোচনা করেন, ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে তারা প্রবাসে দলীয় কাঠামো ও কার্যক্রমকে আরও সুসংহত করতে বদ্ধপরিকর।
এই অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত শতাধিকেরও বেশি বাংলাদেশি এবং বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাফি
প্রবাস
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ জন আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। এদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন।
সোমবার (৬ অক্টোবর) মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক জাকারিয়া শা’বান জানান, জিম পুত্রজায়া গতকাল ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।
অভিযানে মোট ৮৮৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে মালিক বা স্থানীয় নিয়োগদাতাসহ ৯৭ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ইন্দোনেশিয়া ৪৪, বাংলাদেশ ২৪, মিয়ানমার ৯, ভারত ৭, পাকিস্তান ২, কম্বোডিয়া ও শ্রীলঙ্কান একজন করে নাগরিক রয়েছেন।
আটকদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা অনুযায়ী তদন্ত চলছে।
অভিযান শেষে আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে নিয়ে যাওয়া হয়।




