রাজনীতি
জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হবে: ড. হেলাল
জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা–৮ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, একটি দল জানে, পিআর পদ্ধতির নির্বাচন হলে তাদের অবৈধ রাজনীতি টিকবে না- তাই তারা গণভোট এড়াতে নানানভাবে ষড়যন্ত্র করছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা–৮ সংসদীয় এলাকার ট্রেড ও সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জাতীয় স্বার্থে নভেম্বরে জুলাই সনদের গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি। যদি সরকার নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে নির্বাচনের দিনেই তা আয়োজন করে, তবে প্রমাণিত হবে সরকার একটি দলের নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কোনো এমপি বা মন্ত্রী সরকারি প্লট, ফ্ল্যাট বা ট্যাক্সবিহীন গাড়ি নেবে না। উন্নয়ন প্রকল্পের টাকা এমপিদের হাতে যাবে না- বরং কাজ শেষে জনগণের সামনে হিসাব দিতে হবে।
ড. হেলাল উদ্দিন ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ব্যবসায়ীকে এক টাকাও চাঁদা দিতে হবে না। ঘুষ-দুর্নীতি মুক্ত প্রশাসন, যাকাতভিত্তিক অর্থনীতি ও সুদমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা হবে। শ্রমিকদের ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত করা হবে। কেউ আর অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে না।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে আল্লাহভীরু, সৎ ও নৈতিক নেতৃত্ব ছাড়া বিকল্প নেই। তাই দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজনীতিবিদদের বয়কট করে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে।
ঢাকা–৮ আসনের জনগণ তাকে সুযোগ দিলে এই অঞ্চলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা–৮ আসনে নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান। পরিচালনা করেন পল্টন থানা আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর বর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু।
অনুষ্ঠানে ঢাকা–৮ আসনের জামায়াতে ইসলামীর সব সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনীতি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দলের অবস্থান ও সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমকে
রাজনীতি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চিঠি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ চিঠি দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ লেখেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।
তিনি আরও লেখেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন, তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন, যাতে তিনি তাঁর দল ও “তাঁর মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।” তিনি অনুরোধ করেন, তাঁর সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করতে।
এমকে
রাজনীতি
বালিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয় উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অফিস উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ফরক্কাবাদ বাজারে কার্যালয় উদ্বোধন আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এস. এ. এম মিজানুর রহমান খান, এড. আবদুল কাদের খান।
ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মহিউদ্দিন তালুকদার, মো. মফিজ মোল্লা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন জামায়াত ইসলামী ওলামা বিভাগ ৯ বালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ আহমেদ।
সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন ৯নং বালিয়া জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ ওবায়দুল্লাহ মিজি, মো. শাহাদাৎ হোসেন, মো. শরীর খান, মো. কাউছার মাহমুদসহ অফিস উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমকে
রাজনীতি
জামায়াতের উদ্যোগে বিনামূল্যে ১০ হাজার মানুষের চিকিৎসাসেবা
শরীয়তপুরে নড়িয়া উপজেলায় স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করতে আয়োজন করা হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে ভোজেশ্বর ইউনিয়নের উদ্যোগে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
ডা. মাহমুদ হোসেন জানান, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনি, ডেন্টাল ও শিশুরোগ—মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করছেন। শুধু চিকিৎসাই নয়, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন তারা।
তিনি আরো জানান, গত এক বছরে ১০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। আগামীতে এ কার্যক্রম আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।
এ দিন সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষের মুখে ছিল সন্তুষ্টির হাসি।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ক্যাম্পটি ঘিরে সার্বিক সহযোগিতা করেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ক্যাম্পে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো—যা স্বাস্থ্যসেবায় জনগণের আগ্রহ ও প্রয়োজনীয়তার স্পষ্ট প্রতিফলন।
রাজনীতি
লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: ভিপি সাদিক কায়েম
লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটা হবে জনগণের বাংলাদেশ।
সমাবেশে বক্তৃতায় ভিপি সাদিক কায়েম আরও বলেন, জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির আর ফেরত আসার সুযোগ নেই। কেউ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলে হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।
তিনি আরও দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবর্তন জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত, বিদেশনির্ভর সিদ্ধান্তে নয়।
সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মুনাজাত করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় ছাত্র ও যুব নেতারাও বক্তব্য প্রদান করেন।



