পুঁজিবাজার
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
কাফি

পুঁজিবাজার
পুঁজিবাজারে আধুনিকতার সূচনা: এআই প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ

দেশের পুঁজিবাজার খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনোভেশন হাবে গত ৩ ও ৪ অক্টোবর এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আয়োজিত হয়।
‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ শীর্ষক দুই দিনব্যাপী এই উচ্চতর প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালাটির যৌথ আয়োজনে ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশ। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট পেশাজীবীদের আর্থিক কার্যক্রমের বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রসমূহে এআই’র ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা।
এই যুগান্তকারী প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা, প্রযুক্তি কর্মকর্তা এস এ আর মো. মুইনুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও, সিনিয়র ম্যানেজমেন্ট, বিসনেস হেডস, প্রাতিষ্ঠানিক ও বৈদেশিক বাণিজ্য, ডিজিটাল রূপান্তর, হিসাব ও অর্থ, ঝুঁকি ব্যবস্থাপনা, অপারেশনস, ট্রেড এক্সিকিউশন, শাখা পরিচালনা এবং পুঁজিবাজার গবেষণা বিভাগের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন দেশের সুপরিচিত এআই বিশেষজ্ঞ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকের পরিচালক এবং এআই ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. খন্দকার এ. মামুন। তাঁর নির্দেশনায় অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করেন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান, যা তাঁদের ব্যবহারিক জ্ঞানকে সমৃদ্ধ করেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ দেশের পুঁজিবাজার তথা আর্থিক খাতে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এবং শিক্ষা ও শিল্পের মধ্যে দৃঢ় সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ লংকাবাংলা সিকিউরিটিজকে প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করল।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৩৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ৫৬ হাজার ৬১৪টি শেয়ার ৭২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৮০ লাখ ৫১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৬ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ব্যাংকের ২ কোটি ৪৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
খুলনা প্রিন্টিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৬ অক্টোবর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৮.০৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ২০ পয়সা বা ৬.৪৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর কমেছে ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ৫.২৬ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.১৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.০৪ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৭৬ শতাংশ এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪.৬৫ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার (০৬ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নর্দান ইসলামী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার দর ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এসআইবিএল, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৬ অক্টোবর) কোম্পানিটির ২৬ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। কোম্পানিটির ২৩ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ।
কাফি