পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো মুন্নু ফেব্রিক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি

পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ২৭৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ২৭৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববর (০৫ অক্টোবর) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৭ ও ২০৯৪ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৪টি, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের।
কাফি
পুঁজিবাজার
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা রেহানা কাশেম তার কাছে থাকা ব্যাংকটির মোট ৬৩ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ারের মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করবেন বলে ঘোষণা দেন এই উদ্যোক্তা।
কাফি
পুঁজিবাজার
ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ালটন

বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এসময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ওয়ালটন হাইটেক। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা বা ১০.১৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ। আর পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনটেক অনলাইনের ৭.৫৭ শতাংশ, ই-জেনারেশনের ৬.৮৩ শতাংশ, সি পার্ল রিসোর্টের ৬.৬০ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৬.৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৩ শতাংশ, আইএসএনের ৬.২৮ শতাংশ এবং নাভানা সিএনজির ৬.২৩ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এসময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৩০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা বা ২৯.৪১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ৯০ পয়সা বা ২৯.০৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এক্সিম ব্যাংক।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৮.৭৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৮.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১৭.১৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ১৬.১৬ শতাংশ দর বেড়েছে।
কাফি