Connect with us

জাতীয়

চরম দারিদ্র্যসীমায় নামতে পারে দেশের ৫ লাখ মানুষ: বিশ্বব্যাংক

Published

on

পর্ষদ

উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকের ভোগক্ষমতা কমে যাওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে চরম দারিদ্র্যসীমায় নেমে আসতে পারে দেশের প্রায় পাঁচ লাখ মানুষ। বিশ্বব্যাংকের ম্যাক্রো পোভার্টি আউটলুক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটির সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটের অংশ হিসেবে গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্বব্যাংকের হিসাবে, চলতি অর্থবছর বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বেড়ে মোট জনসংখ্যার ৫ দশমিক ১ শতাংশ হতে পারে। গত ২০২২-২৩ অর্থবছরে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ।

বিশ্বব্যাংকের দেওয়া সংজ্ঞা অনুসারে, যাদের আয় দৈনিক ২ দশমিক ১৫ ডলারেরও কম, তারা চরম দরিদ্র। এই ধরনের জনগোষ্ঠীকে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষও বলা হয়ে থাকে। আন্তর্জাতিক দারিদ্র্য রেখা ব্যবহার করে চরম দারিদ্র্যের হার বের করা হয়। দারিদ্র্যের সবচেয়ে নাজুক অবস্থা এটি।

বিশ্বব্যাংক মনে করছে, চলতি অর্থবছর বাংলাদেশে চরম দারিদ্র্যের পাশাপাশি মাঝারি দারিদ্র্যের হারও বাড়তে পারে। মাঝারি দারিদ্র্যের হার পৌঁছতে পারে ২৯ দশমিক ৪ শতাংশে। গত অর্থবছর এ হার ছিল ২৯ দশমিক ৩ শতাংশ। যাদের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলার বা তার বেশি হলেও ৩ দশমিক ১৫ ডলারের কম, তাদের মাঝারি দরিদ্র বলে গণ্য করা হয়।

এদিকে চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৬ শতাংশে ঠেকতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ শতাংশের মতো।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুসারে, গত পাঁচ বছরে দেশে দারিদ্র্যের হার বেশ খানিকটা কমেছে। দারিদ্র্যের হার কমে হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। যেটি ২০১৬ সালের জরিপে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। কমেছে অতি দারিদ্র্যের হারও। ২০১৬ সালে এ হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে তা কমে হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষের ব্যক্তিগত ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে দারিদ্র্য হ্রাসের গতি থমকে গেছে। খাদ্যপণ্যের উচ্চমূল্য নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। এ পরিবারগুলো তাদের আয়ের অর্ধেকেরও বেশি খাবারের পেছনে ব্যয় করে।

তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগামীতে মূল্যস্ফীতি কিছুটা কমে আসতে পারে। এতে ব্যক্তির ভোগক্ষমতা কিছুটা বাড়বে। সমস্যায় থাকা মানুষের জন্য খাদ্যপণ্যে সরকারের দেওয়া ভর্তুকির একটা সুফলও মিলবে। এ ছাড়া মেগা প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যেক্তাদের মধ্যে একটা আস্থাও কাজ করবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে কর্মসংস্থানে।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয়

শাহজালালে ৩ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে তিন দিন

Published

on

পর্ষদ

আন্তর্জাতিক রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেয়ার পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৫ থেকে ৭ মে বিমানবন্দরের এ রানওয়েটি রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার (৪ মে) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ৩ দিন মধ্যরাতে ৩ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, রবিবার (৫ মে) এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই ৩ দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে আরো লাইট স্থাপনের জন্য ২ মাস ৫ ঘণ্টার জন্য শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করা হয়েছিলো।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী

Published

on

পর্ষদ

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ কাজ করছে নৌবাহিনী।

রোববার (৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার বিকেল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় তখন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।

কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে আজ

Published

on

পর্ষদ

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর সম্মানে রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ।

সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ ও বেলা ১১টার পর হাইকোর্টের কোনও বেঞ্চ বসবেন না। রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আইনজীবীরা শুধু আজ তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন। মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে ১০ টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগ সকাল ১১ টা পর্যন্ত বসবেন।

গত বৃহস্পতিবার (২ মে) মারা যান এ জে মোহাম্মদ আলী। সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা এম. এইচ. খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ

Published

on

পর্ষদ

আইওএম মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববার (৫ মে) বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।

অ্যামি পোপ ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সফরের কর্মসূচি শুরু করবেন আইওএম মহাপরিচালক।

জানা গেছে, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা বাংলাদেশে আসবেন। আইওএম ডিজি (মহাপরিচালক) দিয়ে সফরটা শুরু হচ্ছে।

ঢাকা সফরকালে আইওএম মহাপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি। আইওএমে যোগ দেওয়ার আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসনবিষয়ক জেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

এর আগে তি‌নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

স্কুল কলেজ খোলা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

Published

on

পর্ষদ

চলমান তাপপ্রবাহে বন্ধ থাকার পর সারাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে রবিবার (৫ মে)। গতকাল শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ক্লাস শুরু হলেও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করতে হবে কিছু নির্দেশনা।

নির্দেশনাগুলো হলো:
১. তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখা,
২. শ্রেণীকক্ষের বাইরের শিক্ষাকার্যক্রম সীমিত করা,
৩. শনিবারও শ্রেণি কার্যক্রম পরিচালনা করা,
৪. প্রাথমিক বিদ্যালয়েও অ্যাসেম্বলি বন্ধ রাখা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তগুলো পালন সাপেক্ষে রবিবার (৫ মে) হতে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে প্রচণ্ড দাবদাহের মধ্যে গত ২৮ এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে ধাপে ধাপে দেশের কয়েকটি জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
পর্ষদ
জাতীয়11 mins ago

শাহজালালে ৩ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকবে তিন দিন

পর্ষদ
পুঁজিবাজার31 mins ago

আজ পর্ষদ সভা করবে দুই কোম্পানি

পর্ষদ
খেলাধুলা33 mins ago

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

পর্ষদ
আন্তর্জাতিক39 mins ago

অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে এশিয়ায়

পর্ষদ
পুঁজিবাজার42 mins ago

শাহজিবাজারের আর্থিক প্রতিবেদনে পরিবর্তন, কমেছে আয়

পর্ষদ
আবহাওয়া56 mins ago

কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির পূর্বাভাস

পর্ষদ
জাতীয়1 hour ago

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী

পর্ষদ
আন্তর্জাতিক1 hour ago

লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বার জয়ী সাদিক খান

পর্ষদ
জাতীয়1 hour ago

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে আজ

পর্ষদ
জাতীয়2 hours ago

ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ

পর্ষদ
রাজধানী2 hours ago

রাজধানীতে যেসব মার্কেট বন্ধ রোববার

পর্ষদ
জাতীয়2 hours ago

স্কুল কলেজ খোলা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

পর্ষদ
সারাদেশ12 hours ago

জাতীয় গ্রিডে ত্রুটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

পর্ষদ
অর্থনীতি12 hours ago

বৈশ্বিক ঋণ এখন রেকর্ড ৩১৩ ট্রিলিয়ন ডলারে

পর্ষদ
জাতীয়12 hours ago

সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে: সেনাপ্রধান

পর্ষদ
সারাদেশ12 hours ago

পানি সংকটে বন্ধের ঝুঁকিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

পর্ষদ
লাইফস্টাইল12 hours ago

বেশি ঘুমালে কি ওজন বাড়ে?

পর্ষদ
জাতীয়13 hours ago

তিন ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

পর্ষদ
জাতীয়13 hours ago

দেশে আবারও ২৪ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

পর্ষদ
রাজনীতি14 hours ago

আ. লীগ কখনো ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: কাদের

পর্ষদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার14 hours ago

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

পর্ষদ
জাতীয়15 hours ago

পরিবেশ সাংবাদিকতায় সুরক্ষা নিশ্চিত করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

পর্ষদ
আন্তর্জাতিক15 hours ago

১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছরের কারাদণ্ড

পর্ষদ
অর্থনীতি16 hours ago

টানা ৮ বার কমার পর বাড়ল সোনার দাম

পর্ষদ
জাতীয়16 hours ago

চার বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ফেসবুকে অর্থসংবাদ

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১