সারাদেশ
দীর্ঘ এক মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র
পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার বিকেল থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি থেকে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমএন
সারাদেশ
এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুশিয়ারি উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে নেমেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালনাকারী এই সমুদ্রবন্দর।
সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে পণ্য ডেলিভারি নিতে আসা শতশত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও প্রায় সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কন্টেইনার হ্যান্ডলিংসহ সব অপারেশন কার্যত বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার বলেন, ‘শনিবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের সব ইকুইপমেন্ট বন্ধ থাকায় কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন সম্পূর্ণভাবে থেমে আছে।’ তিনি জানান, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আরেক শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ‘ধর্মঘট শতভাগ সফল। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রবিবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সারাদেশ
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত
নওগাঁর মহাদেবপুরে ডাম্পট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৫ জনের মধ্যে তাৎক্ষনিক দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতলে গুরুতর অবস্থান তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।
এমএন
সারাদেশ
যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের বিভিন্ন এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিতরণ বিভাগ বিউবোর কক্সবাজার দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউস থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র্যাব-১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ, ইমাম মুসলিম রোড।
এমকে
সারাদেশ
শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দেশের কয়েকটি এলাকায় শুক্রবার (৩০ জানুয়ারি) টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনপুর ডিআরএসের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে পরের দিন শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা কুমিল্লা সদর ও উপজেলা, কুমিল্লা বিসিক, কুমিল্লা ইপিজেড ও আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এমকে
সারাদেশ
নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে শরীয়তপুরে অভিযান
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, নিশ্চিতকরণ ও জনস্বার্থ রক্ষায় শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলার জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত বিলবোর্ড অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া গোসাইরহাট উপজেলায় নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার কয়েকটি বাজার পরিদর্শন করা হয়। এ সময় খোলাবাজারে জ্বালানি তেল বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ইজিবাইক থেকে নির্বাচনী প্রচারণার পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উপস্থিত স্থানীয় কয়েকজন নেতাকে আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভেদরগঞ্জ উপজেলার গৈড্যা বাজার, মোল্লার হাট ও পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বোতলজাত পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রয়কারী দোকানগুলোকে বিক্রি বন্ধ করার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
একই উপজেলার ছয়গাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমকে



