Connect with us
৬৫২৬৫২৬৫২

কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকে ইংরেজি নববর্ষ উদযাপন

Published

on

সাপ্তাহিক

ইংরেজি নববর্ষ ২০২৬ সালকে স্বাগত জানিয়ে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে নববর্ষ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০২৫ সালে ব‍্যাংকের আমানত, ঋণ, খেলাপী ঋণ আদায়, ট্রেজারী কার্যক্রম ও রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত বছরে ব‍্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন‍্য ব্যাংক তার নিজস্ব উদ্যোগে ফরেনসিক অডিটসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বছর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে অর্থায়নকে আরও অগ্রাধিকার দেওয়া হবে যা কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা উন্নয়নে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন মাইলফলক অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, নতুন বছরে নতুন উদ্যোমে সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও ভালো ফলাফল বয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি।

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়

Published

on

সাপ্তাহিক

কঠোর অভিবাসন নীতি ও বাড়তি ভিসা প্রত্যাখ্যানের প্রেক্ষাপটে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাধিক ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন ভিসা নিয়মে উচ্চ প্রত্যাখ্যানের হার থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর স্পনসর লাইসেন্স ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে প্রশাসনিক ও আইনি জটিলতা এড়াতে কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নিয়োগ সাময়িকভাবে স্থগিত বা সীমিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এটি কোনো নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নয়, বরং হোম অফিসের কঠোর কমপ্লায়েন্স ও নজরদারির কারণে এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তারা। তবে শিক্ষা বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব জোগান দিয়ে থাকেন। অনেক বিশ্ববিদ্যালয়ই এই আয়ের ওপর নির্ভরশীল।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ভিসানীতির এই কঠোরতা দীর্ঘ মেয়াদে যুক্তরাজ্যের বৈশ্বিক শিক্ষাগন্তব্য হিসেবে সুনাম ক্ষুণ্ন করতে পারে।
এ বিষয়ে ব্রিটিশ সরকার বলছে, শিক্ষার্থী ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই সংস্কার। সরকারের দাবি, প্রকৃত শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রেখেই অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন

Published

on

সাপ্তাহিক

সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এটি উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পিএইচডি, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উদ্বোধনী সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কবির হাসান ও অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিযাল ইনস্টিটিউশনস (আআওফি) এর বোর্ড অব গভরন্যান্স অ্যান্ড এথিকসের চেয়ারম্যান মোহাম্মদ ফররুখ রেজা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশাররফ হোসেন ও সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাকী আন-নাদভী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোডের্র চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার মুফতি মুহাম্মদ ত¦কী উসমানী, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (আআওফি) সেক্রেটারি জেনারেল ওমর মোস্থফা আনসারি ভিডিও বার্তা প্রদান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের কনভেনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. সাকিদুল ইসলাম।

সম্মেলনের প্রথম দিনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা আন্তর্জাতিক স্কলারদের একাধিক কী-নোট সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স শিক্ষা” শীর্ষক একটি প্যানেল আলোচনায় শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

“টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামিক ফাইন্যান্স” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনে ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, ইসলামিক ফাইন্যান্স পেশাজীবী, শরী’আহ বিশেষজ্ঞ ও উপদেষ্টা, নীতিনির্ধারক, আর্থিক উদ্ভাবক এবং দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেছেন।

সম্মেলনের ২য় দিনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

Published

on

সাপ্তাহিক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ সম্প্রতি মারা যায়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে স্বপ্ন’র পক্ষ থেকে আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে এক লাখ টাকার একটি নগদ চেক হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি, গ্রোথ ও ইএসজি) মো. মাহাদী ফয়সাল, জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, উদ্ধার হওয়া চার বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার এবং সেই সিএনজি চালক তানিম, যিনি প্রথম শিশু দুটিকে অসহায় অবস্থায় সড়কের পাশে দেখতে পান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজি চালক শিশু দুটিকে উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সেখানে রেখে চলে যান।

মানবিক দায়িত্ববোধ থেকে ‘স্বপ্ন’ সবসময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আসছে। এই ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এবিবি’র চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি জেনারেল আহসান জামান

Published

on

সাপ্তাহিক

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- হাসান ও রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি এবং মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রিয়াজ খান, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি, ট্রেজারার হিসেবে এবং মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপরোক্ত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার, যার ব্যাংকিং খাতে ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে গত সাত মাস এবিবি-র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশে SWIFT Members & Users Group (SMUGB)–এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন এবং জুলাই ২০২৪ থেকে ট্রাস্ট ব্যাংক পিএলসি–র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এক বছরে ইউসিবির তিনগুণেরও বেশি আমানত প্রবৃদ্ধি

Published

on

সাপ্তাহিক

দেশের ব্যাংকিং খাতের এক অত্যন্ত চ্যালেঞ্জিং সময়েও অভাবনীয় সাফল্যের নজির গড়লো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ২০২৪ সালে যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, ২০২৫ সালে তা রেকর্ড ভেঙে পৌঁছেছে প্রায় ১৩ হাজার কোটি টাকায়। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি বেড়েছে তিনগুণেরও বেশি, যা ইউসিবির ইতিহাসে আগে কখনো আসেনি।

শুধু আমানতেই নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও নজির গড়েছে ব্যাংকটি। ২০২৪ সালে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪.১১ লাখ, ২০২৫ সালে সেখানে ৬.৭৮ লাখ নতুন গ্রাহক ইউসিবির সঙ্গে যুক্ত হয়েছেন। এই বিপুল সংখ্যক নতুন গ্রাহকের সংযোজন ইঙ্গিত করে যে ইউসিবির প্রতি মানুষের ভরসা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই সঙ্গে ব্যাংকটির আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনায়ও এসেছে উল্লেখযোগ্য উন্নতি। এডভান্স টু ডিপোজিট রেশিও (এডিআই রেশিও) ২০২৪ সালের ৯১.৩০ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৮৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতার একটি শক্তিশালী সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ঐতিহাসিক অর্জন উদযাপন করতে ইউসিবির দেশের বিভিন্ন শাখা ও অফিসে আয়োজন করা হয় আনন্দঘন অনুষ্ঠানের। কেক কেটে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মীরা সাফল্য ভাগ করে নেন। ব্যাংকের পক্ষ থেকে সকল আমানতকারী, গ্রাহক, বিনিয়োগকারী, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা এই বছরে প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমান পরিমাণ আমদানি অর্থায়ন করেছি, ডলারের দুর্বল বাজারেও এটি ইউসিবি’র শক্তি ও সামর্থ্যের পরিচয়। এই মাইলফলক অর্জনে ইউসিবির পুরো পরিবারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “যখন সংখ্যা নিজেই গল্প বলে আর বিশ্বাস হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি, তখন সাফল্য অনিবার্য। ইউসিবির এই অর্জন আমাদের টিমের পেশাদারিত্ব, সততা ও সমন্বিত প্রচেষ্টার ফল। আগামীতেও গ্রাহককেন্দ্রিক সেবা, ঝুঁকিনিয়ন্ত্রিত কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ইউসিবির এই রেকর্ড গড়া অগ্রযাত্রা স্পষ্টভাবে প্রমাণ করে, দূরদর্শী নেতৃত্ব ও গ্রাহকের প্রতি দায়বদ্ধতা থাকলে প্রতিকূল বাস্তবতার মাঝেও ব্যাংকিং খাতে অনন্য সাফল্য অর্জন সম্ভব।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে পিপলস লিজিং

বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তাল্লু স্পিনিং

বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে তাল্লু...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার1 day ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো দুই হাজার ৪০১ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

খালেদা জিয়ার সময়েই স্থাপিত হয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো: ডিএসই চেয়ারম্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের অৰ্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান ছিল অনন্য ও অসামান্য।...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ১৪ হাজার...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সাপ্তাহিক
অন্যান্য7 hours ago

বাংলাদেশিদের গড় বুদ্ধি বিশ্বে সর্বনিম্ন স্তরে

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত

সাপ্তাহিক
অর্থনীতি8 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

সাপ্তাহিক
রাজনীতি8 hours ago

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাপ্তাহিক
বিনোদন9 hours ago

আমরা এখন একসঙ্গে থাকছি না: তাহসান খান

সাপ্তাহিক
অর্থনীতি9 hours ago

নগদ লেনদেন রিপোর্ট সিটিআর দাখিলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

সাপ্তাহিক
কর্পোরেট সংবাদ9 hours ago

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি10 hours ago

ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!: জামায়াত নেতা

সাপ্তাহিক
অন্যান্য7 hours ago

বাংলাদেশিদের গড় বুদ্ধি বিশ্বে সর্বনিম্ন স্তরে

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত

সাপ্তাহিক
অর্থনীতি8 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

সাপ্তাহিক
রাজনীতি8 hours ago

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাপ্তাহিক
বিনোদন9 hours ago

আমরা এখন একসঙ্গে থাকছি না: তাহসান খান

সাপ্তাহিক
অর্থনীতি9 hours ago

নগদ লেনদেন রিপোর্ট সিটিআর দাখিলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

সাপ্তাহিক
কর্পোরেট সংবাদ9 hours ago

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি10 hours ago

ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!: জামায়াত নেতা

সাপ্তাহিক
অন্যান্য7 hours ago

বাংলাদেশিদের গড় বুদ্ধি বিশ্বে সর্বনিম্ন স্তরে

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত

সাপ্তাহিক
অর্থনীতি8 hours ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

সাপ্তাহিক
রাজনীতি8 hours ago

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাপ্তাহিক
বিনোদন9 hours ago

আমরা এখন একসঙ্গে থাকছি না: তাহসান খান

সাপ্তাহিক
অর্থনীতি9 hours ago

নগদ লেনদেন রিপোর্ট সিটিআর দাখিলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

সাপ্তাহিক
কর্পোরেট সংবাদ9 hours ago

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

সাপ্তাহিক
জাতীয়10 hours ago

বাংলাদেশি ব্যবসায়ীদের ‘ভিসা বন্ড’ থেকে অব্যাহতি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক
রাজনীতি10 hours ago

ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!: জামায়াত নেতা