পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২০৯ শেয়ারদর
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৭ জানুয়ারি) বেলা ১১টা ৩৭মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৭ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১১ ও ১৯১১ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টি, কমেছে ৯৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় কমেছে ২৪৬ শেয়ারদর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। সেই সঙ্গে এসময়ের মধ্যে দর হারিয়েছে ২৪৬ কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৪৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৫ ও ১৯০৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪২ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
কে অ্যান্ড কিউয়ের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের সাথে টেলিকম কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের একটি এটুপি অ্যাগ্রিগেটর চুক্তি করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এটুপি (এপ্লিকেশন টু পারসন) আওতায় এই চুক্তিটি স্বাক্ষর হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্সের অধীনে এই পরিষেবা প্রদান করা হবে। এই চুক্তি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম এবং রাজস্ব উৎপাদনে ইতিবাচক অবদান রাখবে।
কাফি
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে পিপলস লিজিং
বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ২৭ দশমিক ৫৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২৬ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৪৬ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২৬ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল .৫১ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ২৫.৪২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৪.৫৯ শতাংশ, বিআইএফসির ২৩.৫৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ২২.৬৩ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ২০.৮১ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২০.৬৯ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ২০.০০ শতাংশ শেয়ার দর কমেছে।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তাল্লু স্পিনিং
বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫২৭.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে পূবালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ০২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৬.৬০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১২.৬৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ১১.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১০.৯৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০.৫১ শতাংশ, ঢাকা ব্যাংকের ৭.১১ শতাংশ, রূপালী ব্যাংকের ৮.১১ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির২২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২০ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৩ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংকের ১৪ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ২৪ লাখ টাকা , সায়হাম কটনের ৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রীমের ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা এবং সামিট এলায়েন্সের ৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমকে




