জাতীয়
শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা
শ্রীলঙ্কা সরকার আগামী ২৪ ঘণ্টার জন্য দেশটির ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কয়েকটি এলাকায় আগাম ভূমিধস সতর্কতা জারি করেছে। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের সতর্ক থাকতে জরুরি বার্তা দিয়েছে কলম্বোর বাংলাদেশ দূতাবাস।
রবিবার (২১ ডিসেম্বর) দূতাবাস জানিয়েছে, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার লেভেল ৩ (রেড) সতর্কতা জারি করেছে। এছাড়া বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ লেভেল ২ (আম্বার) সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশি পর্যটকসহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। বার্তায় আরও উল্লেখ করা হয়, সবার নিরাপত্তাই দূতাবাসের সর্বোচ্চ অগ্রাধিকার।
শ্রীলঙ্কার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও জনবহুল এলাকায় আগাম ভূমিধসের ঝুঁকি এড়ানো এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।
জাতীয়
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে।। ভোটাধিকার দয়া নয় সাংবিধানিক অধিকার, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এভারের ভোট আর গণভোটে।
তিনি আরও বলেন, নিস্ক্রিয়তা নয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে।
এমকে
জাতীয়
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যা বলল রাশিয়া
ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রুশ রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’
পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।
খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।
জাতীয়
নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জকসু নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সুরক্ষার জন্য গানম্যান দেওয়া হয়েছে, তাদের বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এমকে
জাতীয়
গানম্যান ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাচ্ছেন শহীদ ওসমান হাদীর বোন
ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে হাদির এক বোনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও তার নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ করা হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি, তাদের অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে পুলিশ বাহিনীর জনবল সীমিত হওয়ায় সবাইকে গানম্যান দেওয়া সম্ভব নয়। বিশেষ করে শিক্ষার্থী ও গণপরিবহন ব্যবহারকারীদের ক্ষেত্রে বিকল্প নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।
এদিকে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা, সমন্বয়ক, রাজনৈতিক নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং কারও কারও ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঝুঁকি বিশ্লেষণ করে কোথাও গানম্যান, কোথাও নজরদারি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের আবেদন রয়েছে, সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত বেশ কয়েকজন নেতা হুমকির মুখে রয়েছেন। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এ বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার।
এমকে
জাতীয়
৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল লিখেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
তিনি আরও লিখেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এরপর শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয় ও শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
এমকে




