পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির ১৭ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স, লাভেলো আইসক্রীম, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল, একমি পেস্টিসাইড এবং ফাইন ফুডস লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর টাকা ০৭ পয়সা বা ১০.১৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্সের শেয়ার দর ৯.৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ওয়েলডিং, ডিবিএইচ ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইফাদ অটোস, ডোমিনেজ স্টিল বিল্ডিং এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
শেষ কার্যদিবসেও সূচকের পতন, দর হারাল তিন শতাধিক শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ৩০৭ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৮৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬১ পয়েন্ট কমে ১০২৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৮৯১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৬৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির, বিপরীতে ৩০৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
ডিএসই পরিচালক ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। খোদ ডিএসইর এক সদস্য লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ডিবিএ এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অসদাচরণের অভিযোগে ডিএসই ও ডিবিএ সদস্য ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাউছার আল মামুন বুধবার এক লিখিত প্রতিবাদ ও সতর্কীকরণ পত্রের মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করেন।
তিনি অভিযোগ করেন, বিগত দুইটি ডিএসই ও ডিবিএ এর সাধারণ সভায় (এজিএম) বক্তব্য উপস্থাপন করতে দাঁড়ালেই মিনহাজ মান্নান ইমন সভাপতিকে নির্দেশনা দিয়ে তার বক্তব্য থামানোর চেষ্টা করেন। এতে একজন সদস্য হিসেবে তিনি অযথা বাধা, অস্বস্তি ও অপমানের শিকার হন বলে দাবি করেন। কোন সমস্যা নিয়ে ডিএসই বা ডিবিএ’র সাধারণ সভায় কথা বলতে গেলেই কণ্ঠরোধ করতে চাওয়া তো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে যোগ করেন কাউসার আল মামুন।
কাউছার আল মামুন জানান, সর্বশেষ ডিবিএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বক্তব্য শুরু করার আগেই ইমন প্রকাশ্যে “বক্তব্য সংক্ষিপ্ত করুন” বলে চরম ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে নির্দেশ দেন। এতে তিনি অপদস্থ ও অসম্মানিত বোধ করেন। তার অভিযোগ, নির্বাচিত পদকে প্রভাব খাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করে ইমন বারবার সভার স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করেছেন।
পত্রে তিনি উল্লেখ করেন, ডিএসই ও ডিবিএ কোনো ব্যক্তির একচ্ছত্র আধিপত্যের জায়গা নয়; বরং এটি সব সদস্যের সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সবারই সমান। কিন্তু একজন পরিচালক হিসেবে মিনহাজ ইমনের আচরণ প্রতিষ্ঠানের মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করছে।
অভিযোগপত্রের মাধ্যমে তিন দফা কঠোর বার্তা দেন ইমনকে- ১) সাধারণ সভায় সদস্যদের বক্তব্যে বাধা বা নির্দেশনা দিয়ে অনধিকার চর্চা বন্ধ করতে হবে। ২) নির্বাচিত সদস্য হিসেবে সকল সদস্যকে সম্মান প্রদর্শন করতে হবে। ৩) ক্ষমতার অপব্যবহার ও অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যত কোনো সভায় একই ধরনের আচরণ পুনরাবৃত্তি হলে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মিনহাজ মান্নান ইমন অর্থসংবাদকে বলেন, এটা নিয়ে সংবাদ করার কিছু নাই; আপনার মন চাইলে আপনি লিখতে পারেন; এটা তার ব্যক্তিগত আক্রোশ। এটা তার মনগড়া অভিযোগ। এবিষয়ে আমার কোনো বক্তব্য নাই।
এ বিষয়ে জানতে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
অর্থসংবাদ/এমকে
পুঁজিবাজার
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
ন্যাশনাল পলিমারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রূপালী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, ইবনে সিনার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ এবং ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমকে



