পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (০৩ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর টাকা ০৬ পয়সা বা ১০.৪৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং । কোম্পানিটির শেয়ার দর ১০.৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর ৯.৮৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
পুঁজিবাজার সংস্কার জোরদারে বিএসইসি ও অংশীজনদের মাসিক সমন্বয় সভা
পুঁজিবাজারের কাঠামোগত সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ ছাড়া কমিশনের অন্যান্য কমিশনার এবং পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, পুঁজিবাজারে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। তিনি অংশীজনদের সহযোগিতায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’, ‘বিএসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এবং ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’সহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিধিমালা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি পুঁজিবাজার উন্নয়ন পরিকল্পনা, নতুন পণ্য সংযোজন, কমোডিটি এক্সচেঞ্জ চালু, ই–কেওয়াইসি’র মাধ্যমে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা, রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তকরণ, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন এবং বিনিয়োগ শিক্ষা প্রসারের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নতুন তিনটি বিধিমালা পুঁজিবাজারের আইনি সংস্কারে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি উল্লেখ করেন, আইপিও পুঁজিবাজারের কেন্দ্রবিন্দু এবং নতুন বিধিমালার ফলে আইপিও কার্যক্রম আরও গতিশীল হবে। এই সুযোগ কাজে লাগাতে বাজার সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার
লভ্যাংশ পাঠিয়ে ‘এ’ ক্যাটাগরিতে জিকিউ বলপেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
এমকে
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- কে অ্যান্ড কিউ, জেএমআই সিরিঞ্জ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, শমরিতা হসপিতাল, ওরিয়ন ইনফিউশন, হাওয়েল টেক্সটাইল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
তথ্য মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
এমকে
পুঁজিবাজার
নতুন ব্যবসা করবে এসিআই, চালু করছে দুই সহযোগী প্রতিষ্ঠান
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড নামে দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করা হবে। ওই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে নতুন এই ব্যবসা পরিচালনা করা হবে।
গত বৃহস্পতিবার নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এই প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে।
দেশে মানুষের ক্রয়ক্ষমতা বাড়তে থাকায় আবাসন খাতের বাজার বড় হচ্ছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই হাজারের বেশি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে দুই থেকে তিন ডজন প্রতিষ্ঠান। এসিআই প্রপার্টিজের মতো এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডেরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। এটিরও ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে।
স্মার্টফোন থেকে ইন্টারনেট, গাড়ি থেকে কাপড় ধোয়ার মেশিন, ফ্রিজ থেকে তালি দিয়ে বাতি নেভানোর ব্যবস্থা-সবই এখন ট্রানজিস্টর, আইসি ও মাইক্রোপ্রসেসরের দখলে। এগুলোর প্রাণভোমরা কোনো না কোনো মাইক্রোপ্রসেসর, আইসি বা ইন্টিগ্রেটেড বোর্ড। এসব যন্ত্রপাতির এক বিরাট বাজার তৈরি হয়েছে।
বর্তমানে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার প্রায় ৭৭২ বিলিয়ন ডলারের। সম্ভাবনাময় এই ব্যবসায়ে ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ। নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতে দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সোলারিক, নিউরাল সেমিকন্ডাক্টর, উল্কাসেমি, প্রাইম সিলিকন, টেটোন ইলেকট্রনিকস, ডিবিএল ডিজিটাল ইত্যাদি। এই খাতে সবশেষ যুক্ত হতে যাচ্ছে এসিআই।
প্রসঙ্গত, বর্তমানে এসিআই গ্রুপের ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য, সুপার স্টোর ও এভিয়েশনের ব্যবসা আছে। অনেক পণ্যের বাজারেই তারা শীর্ষস্থানীয়। সব মিলিয়ে এসিআইয়ের কোম্পানির সংখ্যা ১৮। তারা যৌথ বিনিয়োগে আছে পাঁচটি কোম্পানিতে।
কাফি
পুঁজিবাজার
ফ্যামিলিটেক্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার (১৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ১ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপোলো ইস্পাত কমপ্লেক্স। কোম্পানিটির শেয়ার দর ৬.২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্ট মিলসের শেয়ারদর ৫.৫৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নুরানী ডাইং, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমকে



