পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬০ ও ১৯৪৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৬ কোটি ১৩ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টি, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
২২৭ কোম্পানির দরপতন, সামান্য বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ২৩২৭ কোম্পানির। তবে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৯৩২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৯৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টি কোম্পানির, বিপরীতে ২২৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
সিলকো ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুজ ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত, চলতি চছরের সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণা তারিখ পর্যন্ত সময়ের আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ফরচুন সুজের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দেবে।
সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১১ পয়সা আয় করেছে। আগের বছর শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭০ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
এসএম
পুঁজিবাজার
শেয়ার কিনতে আইসিবি পেলো এক হাজার কোটি টাকা
পুঁজিবাজারের অস্থিরতা কমাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে ১ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিবি মোট ১৩ হাজার কোটি টাকার সহায়তা চাইলেও সরকার প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা সফট লোন হিসেবে অনুমোদন দিয়েছে। ১০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫% সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।
নিরঞ্জন দেবনাথ বলেন, বাজারকে টিকিয়ে রাখতে এবং ঋণ পরিশোধে সক্ষমতা ধরে রাখতে এই তহবিল অত্যন্ত সতর্কতার সঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।
বর্তমানে আইসিবির পুরনো পোর্টফোলিওর ব্যাপক ক্ষতির কারণে প্রতিষ্ঠানটির বিনিয়োগ কমিটি কেবলমাত্র ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগের অনুমতি পাচ্ছে। গত অর্থবছরে (২০২৪–২৫) সঠিক হিসাব পদ্ধতি অনুসরণ করায় আইসিবি সমন্বিতভাবে ৪ হাজার ৮৫৬ কোটিরও বেশি ক্ষতি দেখায়।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, ভুল–সময়ে ভুল শেয়ার কেনার কারণে আইসিবির পোর্টফোলিওর বড় অংশের মূল্য এখন খুবই কমে গেছে। তিনি জানান, অনেক শেয়ার ক্রয়মূল্য থেকে ৯০% পর্যন্ত কমে গেছে। যদিও ব্লু-চিপ শেয়ারগুলোর ঐতিহাসিক বিনিয়োগ কিছুটা ক্ষতি সামলে রাখতে সাহায্য করেছে।
তিনি আরও বলেন, অতীতে কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি ও অযোগ্যতার কারণে অতিমূল্যায়িত শেয়ারে বড় বিনিয়োগ হয়েছে। সেই সঙ্গে ক্ষতি কমাতে দ্রুত কোনো ভুল বিনিয়োগ থেকে বেরিয়ে আসাকে উৎসাহিত করা হয়নি। এমনকি সৎ কর্মকর্তারাও সময়মতো ক্ষতি স্বীকার করতে ভয় পেতেন, কারণ এতে সরকারি অডিটের ঝামেলা বাড়ার আশঙ্কা থাকত।
ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন দেবনাথ বলেন, “টিকে থাকতে এবং পুরোনো শক্তি ফিরে পেতে আমাদের তারল্য প্রয়োজন। আমরা নিজেদের সংস্কার করছি আধুনিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য।”
এদিকে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫,০২৪ পয়েন্টে উঠেছে, যা ১৬ নভেম্বরের সাম্প্রতিক নিম্নস্থান ৪,৬২০ পয়েন্ট থেকে উল্লেখযোগ্য পুনরুদ্ধার।
বিশ্লেষকদের মতে, সরকারের এই সহায়তা এসেছে ঠিক সময়েই, যখন বাজারে শেয়ারগুলো তুলনামূলক সস্তা। রয়্যাল ক্যাপিটালের গবেষণা প্রধান আকরামুল আলম টাইমস অব বাংলাদেশ-কে জানান, “এ-ক্যাটাগরির ৭৯% কোম্পানির শেয়ার এখন তাদের ৫২ সপ্তাহের গড় মূল্যের নিচে লেনদেন হচ্ছে। এতে টেকনিক্যাল দিক থেকে বড় বিনিয়োগ সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে সুদের হার কমা এবং করপোরেট আয়ের বৃদ্ধি—যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।”
এমকে



