পুঁজিবাজার
লেনদেন কমলেও সূচকের উত্থানে সপ্তাহ শুরু ডিএসইতে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের উল্লেখযোগ্য উত্থান এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫০ টি কোম্পানির, বিপরীতে ৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৪০ হাজার ৩৮৩ টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৬ লাখ টাকার , দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪০ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ১০ লাখ ১২ হাজার ২৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৮ বারে ১৪ লাখ ৮১ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আল- আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১৬৪ বারে ১ লাখ ৭৫ হাজার ২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্টস
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটিড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৬ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকাআনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকার।
১১ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন লিমিটেড , রানার অটোমোবাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং সোনালী পেপার লিমিটেড।
পুঁজিবাজার
দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪০ বারে ৮ লাখ ২ হাজার ২২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্ট মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৭ বারে ২৬ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬ বারে ৪৭ হাজার ৭৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– আনলিমা ইয়ার্নের ৪.৭৬ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলসের ৪.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.২৬ শতাংশ, এরামিট সিমেন্টের ৪.১৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ ও ট্রাস্ট ব্যাংকফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২০৫ শেয়ারের দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২০৫ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৩ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৫পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৩ ও ১৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ কোম্পানির শেয়ারদর।
এমকে



