পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা এবং পেনিনসুলা চিটাগাং পিএলসি।
সূত্র মতে, কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
বিকন ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদী ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, পেনিনসুলা চিটাগাংয়ের দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭.৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ার দর ৬.৯৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, তিতাস গ্যাস, জুট স্পিনার্স, লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৭ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ৬ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ফার কেমিক্যাল, এবি ব্যাংক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ড এবং ইনফরমেশর সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৪২ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচকও
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০১৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৮৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ ৫৭ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক নাইম হাসানের কাছে কোম্পানিটির ৬৩ লাখ ৩৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ১০ লাখ শেয়ার বিক্রর করেছেন।
এছাড়া, নাইম হাসানের কাছ থেকে ৯ লাখ ৩২ হাজার ৯৯১টি শেয়ার ক্রয় করেছেন তসরিফা ইন্ডাস্ট্রিজের আরেক উদ্যোক্তা পরিচালক মহিম হাসান। ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে এ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করা হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন তারা।
এসএম



