পুঁজিবাজার
লোকসানে সমতা লেদার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩০ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ০১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ১৯ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে ০৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।
এসএম
পুঁজিবাজার
এবি ব্যাংকে এমডি ও সিইও নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন রিয়াজুল ইসলাম।
এসএম
পুঁজিবাজার
ফাইন ফুডসে এমডি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফাইন ফুডসে নিয়াজ মামনুন রহমানকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছরের জন্য কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১৮১ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩০ ও ১৮৯৪ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮১ কোটি ৩২ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টি, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৪.৮৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার (১৯ নভেম্বর) দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৩৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা বা ৪.১০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিলসের ৩.১১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৯৯ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের ২.৮৬ শতাংশ, বাটা সুর ২.৫৩ শতাংশ, এক্মি ল্যাবরেটরিজের ২.০৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ১.৫৭ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ১.৫২ শতাংশ দর কমেছে।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোর শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট, ফার কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ইন্দো-বাংলা ফার্মা, আফতাব অটো, ইফাদ অটোস এবং এসবিএসি ব্যাংক পিএলসি।
এমকে



