পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৪৭৫ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২০ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৪৭৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১০১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৫ কোটি ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২০টি কোম্পানির, বিপরীতে ৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
সিএসই পরিদর্শন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
দেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান। গত ১৬ নভেম্বর সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন তিনি।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিএসইর বর্তমান ভুমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগীতার আশা ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিং-এর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়া সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের (অপরিশোধিত পাম তেল) ফিউচারস চালু করার আশা রাখছে।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগীতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২০ লাখ ৭৬ হাজার ১১৪ টি শেয়ার ৫৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রদার্সের ৫ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা লাভেলোর ৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
নিটল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৬.২৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মঙ্গলবার (১৮ নভেম্বর) দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ০ টাকা ১০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনসের শেয়ার দর ২১ টাকা ২০ পয়সা বা ৩.১১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২.৭১ শতাংশ, এমজেএল বাংলাদেশের ২.৩৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট আইসিবিএ মিউচুয়াল ফান্ডের ২.৩৩ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.২৭ শতাংশ, এটলাস বাংলাদেশ লিমিটেডের ২.০৮ শতাংশ, দি পেনিনসুলা চিটাগংয়ের ১.৩১ শতাংশ এবং মুন্নু এগ্রোর ১.২৮ শতাংশ দর কমেছে।
এমকে
আইন-আদালত
মার্জিন ঋণ বিধিমালার একটি রিট খারিজ করল আদালত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ‘মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫’-এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিটের মধ্যে একটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালত এ রিটটি খারিজ করেন। একই বিধিমালার ওপর দুটি রিট থাকায় একটি রিট বাতিল করা হয়েছে।
বিনিয়োগকারীদের আইনজীবী কামাল হোসেন জানান, একই সঙ্গে একাধিক রিট চলতে পারে না। তাই একটি রিট খারিজ করে দিয়েছেন আদালত। তবে অপর একটি রিট চলমান থাকবে।
একটি রিটের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি করেন আদালত। গত ১০ ও ১১ নভেম্বর শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ আলোচিত এই রুল জারি করেন। রুলে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়।
তবে, রুল জারি হলেও আইনটির কার্যকারিতা স্থগিত করেননি আদালত। এই রিট আবেদন করেছিলেন এসএম ইকবাল হোসেনসহ আরও কয়েকজন বিনিয়োগকারী। অন্যদিকে বিনিয়োগকারীদের অপর একটি পক্ষও একই বিষয়ে রিট করেন। উভয় পক্ষের আইনজীবীও এক।
এর আগে গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালায় মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি বিধান আরোপ করা হয়।
এমকে



