পুঁজিবাজার
কুইন সাউথের আয় কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ০৮ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ০১ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ২৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯১ পয়সা।
এমকে
পুঁজিবাজার
‘ড. ইউনূস বিশ্বজয় করেন কিন্তু দেশের পুঁজিবাজার ঠিক করতে পারেন না’
ড. ইউনূস বিশ্বজয় করেন কিন্তু দেশের পুঁজিবাজার ঠিক করতে পারেন না বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) সভাপতি এসএম ইকবাল হোসেন।
পুঁজিবাজার
মাগুরা মাল্টিপ্লেক্সের ইপিএস কমেছে ১৩ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৩ দশমিক ৭২ শতাংশ।
রবিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৫ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৫ টাকা ৬৭ পয়সা।
এসএম
পুঁজিবাজার
রিপাবলিক ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম সংশোধনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ১৭ নভেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
শেফার্ড ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার (১৬ নভেম্বর) দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মাতিন স্পিনিং মিলস পিএলসির ৯.০৫ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৮.৭২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৪৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৭.৮৭ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৭.৭৭ শতাংশ, বে-লিজিংয়ের ৭.৪১ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.৩৩ শতাংশ কমেছে।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলস
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের শেয়ার দর ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, মুন্নু ফেব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং দেশ গার্মেন্টস লিমিটেড।
এমকে



