আন্তর্জাতিক
চীনে স্বর্ণের খনির সন্ধান, মজুত সাড়ে ৮ কোটি ভরিরও বেশি
চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির সরকারি ভূতাত্ত্বিকদের পরিচালিত জরিপে দেখা যায়, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।
গত ৪ নভেম্বর একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও ও তার সহকর্মীরা জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে হাজার টন স্কেলের একটি স্বর্ণবেল্টের রূপরেখা এখন স্পষ্ট হচ্ছে।
এ নিয়ে গত এক বছরের মধ্যে হাজার টনের বেশি স্বর্ণের মজুত সমৃদ্ধ তিনটি খনির সন্ধান পেল চীন।
এর আগে উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ এবং মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনারভাণ্ডার শনাক্ত করা হয়।
আন্তর্জাতিক খনি শিল্পের হিসাবে চীনে অবশিষ্ট উত্তোলন-অপেক্ষমাণ স্বর্ণের পরিমাণ প্রায় ৩ হাজার টন।
আন্তর্জাতিক
আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিতেই আমি দোষী নই।’ একইভাবে ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।
বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকারের কথা জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।
মাদুরোর বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলা একটি তথাকথিত মাদক- সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো সশস্ত্র গোষ্ঠী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতভর পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর এসব অভিযোগ প্রকাশ করা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।
আদালতে মাদুরো বলেছেন, আমাকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমার বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তিনি দাবি করেন যে যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে।
মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েনসহ আপাতত ভেনেজুয়েলার ওপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
বিচারক হেলারস্টাইন মাদুরোর পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন। অন্যদিকে সিলিয়া ফ্লোরেসের পক্ষে লড়ছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি।
এমকে
আন্তর্জাতিক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে কম্পনের শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে।
জেএমএ জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি।
প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশিরভাগই কম মাত্রার।
এমকে
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে এক বিশেষ সংসদীয় অধিবেশনে তিনি শপথ গ্রহণ করেন।
২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “একটি অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি দায়িত্ব নিচ্ছি।” তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হবে দেশের শান্তি বজায় রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
সংসদীয় অধিবেশনে নিকোলাস মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। একই সময় পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে মাদুরোর মুক্তির দাবি জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে শুনানির সময় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন বর্তমানে মার্কিন হেফাজতে থাকা নিকোলাস মাদুরো। দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে আদালতে হাজির করা হলে মাদুরো নিজেকে একজন ‘সজ্জন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তিনি এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।
তিনি নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ অস্বীকার করেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন বাহিনীর একটি বড় মাপের অভিযানের পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে।
ভেনেজুয়েলার এই রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এই অভিযানকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ বলে অভিহিত করেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ অভিযানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভান্ডার একজন অপরাধীর হাতে ছেড়ে দেওয়া যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেন, মার্কিন পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।
তবে দেলসি রদ্রিগেজ তুলনামূলক নমনীয় অবস্থান প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে দেশের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহী।
এমকে
আন্তর্জাতিক
মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়বে- এমনটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু তেমনটা না হয়ে উল্টো বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিনের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬০ দশমিক ৪১ মার্কিন ডলার। ইউএস বেঞ্চমার্ক ক্রুড তেল ৩৬ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৫৬ দশমিক ৯৬ মার্কিন ডলারে।
পুঁজিবাদী অর্থনীতি বিশেষজ্ঞ থমাস ম্যাথিউ এক প্রতিবেদনে বলেছেন, মাদুরোকে যু্ক্তরাষ্ট্রের আটক করার ঘটনা বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছে। কিন্তু অর্থবাজারে টালমাটাল কোনও পরিস্থিতি দেখা যায়নি। ফলে স্বল্প-মেয়াদে এ ঘটনার অর্নৈতিক এবং আর্থিক খাতে প্রভাবটা খুব সামান্যই পড়বে বলে মনে করেন তিনি।
তেলের এই দরপতন থেকে এটাই প্রতীয়মান হয়, অপরিশোধিত তেলের বাজারে একসময়কার ভূরাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার যে ভীতি দেখা যেত, সাম্প্রতিক সময়ে সেরকমটি আর দেখা যাচ্ছে না। এমন নজির গতবছরও দেখা গেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সময়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালানোর পর বলেছেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় গিয়ে ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং উৎপাদন বাড়িয়ে তেল অন্য দেশে বিক্রিও করবে। এতে বাজারে বাড়তি তেল সরবরাহ হতে পারে এবং দাম কম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাজারে এরই মধ্যে তেল প্রচুর পরিমাণে থাকায় বর্তমানে প্রায় ছয় মাসের মধ্যে অশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে।
এদিকে, তেলের দাম কম থাকলেও মাদুরোকে আটকের জেরে বাজারে বেড়ে গেছে সোনার দাম। প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে সোনার দাম। এতে আউন্স প্রতি সোনার দাম দাঁড়িয়েছে, ৪,৪৩৩ মার্কিন ডলারে। আর রূপার দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।
এমকে
আন্তর্জাতিক
নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরোকে
কারাকাসে যুক্তরাষ্ট্রের এক নজিরবিহীন সামরিক অভিযানে গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে। এই অভিযান ওয়াশিংটনের তেলসমৃদ্ধ দেশটিকে নিয়ন্ত্রণের পরিকল্পনার ভিত্তি শক্ত করেছে।
৬৩ বছর বয়সী মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি।
ভারী অস্ত্রশস্ত্রধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘেরাওয়ে সোমবার সকালে হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িতে করে মাদুরোকে নিউইয়র্কের এক আদালতে নিয়ে যাওয়া হয়।
ট্রাম্প রবিবার রাতে বলেন, যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ আমেরিকার দেশটিকে ‘তত্ত্বাবধান’ করছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করা ‘আগাম’।
এমকে




