পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
বিদায়ী সপ্তাহে (০৯ নভেম্বর–১৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে প্রায় ৩৭.৪১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩২.১৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩১.৩৯ শতাংশ।
এছাড়া তালিকার বাকি কোম্পানিগুলোর মধ্যে নূরানীর দর কমেছে ২৯.৪১ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ২৮.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সের ২৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ এবং লাভেলোর ২৬.৭২ শতাংশ।
এমকে
পুঁজিবাজার
ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২০ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা।
পুঁজিবাজার
ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৮৬ পয়সা।
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
এ সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (সিএফও পার শেয়ার) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সায়, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৬ পয়সা।
পুঁজিবাজার
কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা যায়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৩৯ পয়সা।
পুঁজিবাজার
সাবমেরিন ক্যাবলসের আয় বেড়েছে ৪২ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪২ শতাংশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৩৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪ টাকা ৬৬ পয়সা।



