Connect with us
৬৫২৬৫২৬৫২

আন্তর্জাতিক

মক্কায় বিপুল স্বর্ণখনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

Published

on

শেয়ার বাজার

সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ স্বর্ণখনির দক্ষিণে নতুন এই খনি আবিষ্কারের ফলে রাজতন্ত্রটির স্বর্ণখনন খাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আরবিয়ান গালফ বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, নব আবিষ্কৃত স্বর্ণখনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত—যা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আবিষ্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর অংশ, যার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খাত, বিশেষ করে খনিজ শিল্পকে অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করা।

রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার স্বর্ণখনি শনাক্ত হয়েছে। খনন নমুনা বিশ্লেষণে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে।

মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেছেন, ‘এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণখনি মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বিশেষজ্ঞদের মতে, নতুন এই খনি আবিষ্কার সৌদি আরবের স্বর্ণ উৎপাদন সক্ষমতা বহুগুণ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধারণা করা হচ্ছে, এটি আন্তর্জাতিক স্বর্ণবাজারেও প্রভাব ফেলবে, যেখানে বর্তমানে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১,১১৫ ডলারের বেশি।

মানসুরা–মাসারাহ খনিতে বর্তমানে প্রায় ৭০ লাখ আউন্স স্বর্ণের মজুত রয়েছে এবং প্রতিবছর সেখান থেকে ২ লাখ ৫০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারটির ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে একটি বিশ্বমানের স্বর্ণবেল্ট গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শিল্প ও খনিজসম্পদ মন্ত্রী বান্দার আলখোরাইফ বলেন, ‘সৌদি আরবের খনিজ খাত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। এই আবিষ্কার আমাদের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

এছাড়া মাআদেন জানিয়েছে, ওয়াদি আল-জাও এবং জাবাল শাইবান অঞ্চলেও নতুনভাবে স্বর্ণ ও তামার উচ্চমাত্রার খনিজের সন্ধান মিলেছে।

বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণভাণ্ডারধারী দেশ (অক্টোবর ২০২৫ অনুযায়ী)

১. যুক্তরাষ্ট্র – ৮,১৩৩.৫ টন

২. জার্মানি – ৩,৩৫১ টন

৩. ইতালি – ২,৪৫১.৮ টন

৪. ফ্রান্স – ২,৪৩৭ টন

৫. রাশিয়া – ২,৩৩২.৭ টন

এর আগে অস্ট্রেলিয়াকে প্রায় ১০,০০০ টন স্বর্ণভাণ্ডারসহ বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডারধারী দেশ হিসেবে বিবেচনা করা হতো।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

Published

on

শেয়ার বাজার

শ্রমিক ঘাটতি মোকাবিলার লক্ষ্যে একটি নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে অস্থায়ী কর্ম ভিসার জন্য মধ্য-দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে পড়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকেরা বলছেন, মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার।

পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে।

ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে, সেই তালিকার ৮২টি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি)। প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতায় ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, ‘এমএসি যেসব পেশার সুপারিশ করবে, সেগুলোতে অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে।’

প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, যোগ্য অভিবাসী কর্মীদের তিন থেকে পাঁচ বছরের ভিসা দেওয়া যেতে পারে। তবে সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে।

আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে।

২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে।

ক্যানাডা ও অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও দক্ষ বাণিজ্যে শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে।

দুই দিনের ভারত সফরে স্টারমার ভারত সরকারের সঙ্গে ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে এই ইস্যুটির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

Published

on

শেয়ার বাজার
নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ব্যানার্জি ও এস্থার দুফলো। ফাইল ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফলো ও অভিজিৎ ব্যানার্জি শিগগিরই যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাতে চলেছেন। তারা জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন। সেখানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ক নতুন একটি সেন্টার প্রতিষ্ঠা করবেন তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১০ অক্টোবর) জুরিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নোবেলজয়ী এই দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) কর্মরত রয়েছেন। বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে প্রায়োগিক গবেষণার জন্য ২০১৯ সালে এই দম্পতি ও হার্ভার্ড ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট সোসাইটির অধ্যাপক মাইকেল ক্রেমার যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

জুরিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আগামী বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে যোগদান করবেন। তবে কেন তারা যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছেন, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

এ দম্পতি এমন সময়ে সুইজারল্যান্ডে যাচ্ছেন, যখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে গবেষণায় অর্থায়ন কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে ‘ব্রেইন ড্রেইন’-এর আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু দেশ মার্কিন বিজ্ঞানীদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

এস্থার দুফলো একজন মার্কিন-ফরাসি নাগরিক। তার স্বামী অভিজিৎ ভারতীয় বংশোদ্ভূত। তারা জুরিখ বিশ্ববিদ্যালয়ে লেমান ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত বিশেষ অধ্যাপক পদে নিযুক্ত হবেন। তারা যৌথভাবে নতুন লেমান সেন্টার ফর ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড পাবলিক পলিসি প্রতিষ্ঠা ও পরিচালনা করবেন। এই কেন্দ্রের লক্ষ্য হবে নীতিনির্ধারণে কার্যকর গবেষণাকে উৎসাহিত করা এবং বিশ্বজুড়ে গবেষক ও শিক্ষা নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ স্থাপন করা।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল শেপম্যান বলেন, ‘বিশ্বের দুইজন সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভারতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর নারী সাংবাদিকবর্জিত সংবাদ সম্মেলন

Published

on

শেয়ার বাজার

ভারত সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নারী সাংবাদিকবর্জিত সংবাদ সম্মেলনকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রসহ বিরোধী রাজনীতিক ও নারী সাংবাদিকরা এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার নয়াদিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে কেবল পুরুষ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। নারী সাংবাদিকরা উপস্থিত হলেও তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈষম্যের প্রতিবাদ জানালেও কোনো সাড়া মেলেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নিন্দা জানায়নি। শনিবার কেবল জানানো হয়, ওই সংবাদ সম্মেলনের আয়োজন বা ব্যবস্থাপনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা ছিল না।

তবে সাংবাদিকরা পাল্টা জানতে চান, ভূমিকা না থাকলেও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ভারত কি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে? আফগান সরকারের এই নীতির বিরোধিতা করেছে কি না—এ প্রশ্নের কোনো উত্তর মেলেনি।

দ্য হিন্দুর কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার এক্সে (টুইটার) লেখেন, ‘তারা ভারত সরকারের অতিথি, অথচ এ দেশে এসে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর নারীবিদ্বেষী নীতি প্রয়োগের অনুমতি দেওয়া হলো। তালেবান তাদের নারীবিদ্বেষ ভারতেও টেনে আনল—এটা বাস্তববাদিতা নয়, আত্মসমর্পণ।’

সাংবাদিক স্মিতা শর্মা বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে ডাকাই হয়নি। আফগান নারীদের দুর্দশা নিয়ে জয়শঙ্করের ভাষণ বা যৌথ বিবৃতিতে একটি শব্দও নেই। অথচ তাকে লালগালিচা দিয়ে স্বাগত জানানো হলো—যে দেশে নারীর সাফল্যে গর্ব করা হয়!’

সাংবাদিক বিজেতা সিংয়ের মন্তব্য, ‘পুরুষ সাংবাদিকদের উচিত ছিল এই বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করা।’ আর গীতা মোহন লিখেছেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিরোধী দলগুলোও সরকারের কঠোর সমালোচনা করেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এক্সে লেখেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রীর নারী সাংবাদিকবর্জিত সংবাদ সম্মেলন নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। আপনার নারীনীতি কি শুধু নির্বাচনের সময় পর্যন্ত সীমিত? দেশের সবচেয়ে যোগ্য নারীদের এই অপমান কীভাবে ঘটতে দেওয়া হলো?’

তৃণমূলের মহুয়া মৈত্র লেখেন, ‘নারীবর্জিত সংবাদ সম্মেলনের অনুমতি দিয়ে সরকার দেশের নারীদের সম্মানহানি ঘটিয়েছে। এটা মেরুদণ্ডহীনতার প্রকাশ।’

প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম লেখেন, ‘ভূরাজনৈতিক বাধ্যবাধকতা আমি বুঝি, কিন্তু তাদের আদিম নারীবিদ্বেষী রীতি মেনে নেওয়া লজ্জাজনক। পুরুষ সাংবাদিকদেরও উচিত ছিল এই সংবাদ সম্মেলন বর্জন করা।’

কংগ্রেস মুখপাত্র শামা রহমান বলেন, ‌‘আমাদের আমন্ত্রণে এসে যদি তারা তাদের বৈষম্যমূলক নীতি প্রয়োগ করে, তবে মোদি–জয়শঙ্করের লজ্জিত হওয়া উচিত।’

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর আফগান দূতাবাসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কোনো দেশের জাতীয় পতাকা ব্যবহার করা হয়নি। তবে সংবাদ সম্মেলনের টেবিলে তালেবান সরকারের স্বীকৃত ছোট পতাকা রাখা হয়।

তালেবান সরকারকে ভারত এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবু মুত্তাকি জানিয়েছেন, কাবুলে ভারতীয় দূতাবাস পুরোপুরি চালু করার পাশাপাশি নয়াদিল্লির আফগান দূতাবাসেও নতুন কূটনীতিক নিযুক্ত করা হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বাংলাদেশে এলপিজি নিয়ে আসা জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Published

on

শেয়ার বাজার

ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তা করার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় আছে বাংলাদেশে এলপিজি নিয়ে আসা আরব আমিরাতভিত্তিক একটি নেটওয়ার্ক এবং জাহাজও।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে আরব আমিরাতভিত্তিক এই নেটওয়ার্কটি বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও জ্বালানি পণ্য সরবরাহ করেছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মার্কিন অর্থ বিভাগীয় সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই নতুন পদক্ষেপ ঘোষণা করে।

ওএফএসি’র দাবি, ইরানের ‘আর্থিক প্রবাহ কমানো’ এবং যুক্তরাষ্ট্রের কর্তৃক সন্ত্রাসী হিসেবে মনোনীত গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজ ও প্রতিষ্ঠানগুলো ইরানের এলপিজির দুটি চালান বাংলাদেশে সরবরাহ করেছে। এছাড়া, বর্তমানে চলমান অন্যান্য পরিবহন কার্যক্রমের বিষয়টিও জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চক্রের সহায়তায় বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করছে ইরান, যা দেশটির সরকারের জন্য একটি বড় রাজস্ব উৎস।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের ‘জ্বালানি রপ্তানি কার্যক্রমকে দুর্বল করার’ উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এটি ওয়াশিংটনের ‘সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতির একটি ধারাবাহিক সিদ্ধান্ত।

নতুনভাবে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান—স্লোগাল এনার্জি ডিএমসিসি এবং মারকান হোয়াইট ট্রেডিং ক্রুড অয়েল অ্যাবরোড কোম্পানি এলএলসি। এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২৪ সাল থেকে দক্ষিণ এশিয়ায় ইরানি এলপিজি চালান পাঠানোর অভিযোগ রয়েছে। ওএফএসি জানিয়েছে, এদের মাধ্যমে একাধিক চালান বাংলাদেশ ও শ্রীলঙ্কায় পৌঁছেছে।

মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘গ্যাস ডিওর’ ১৭ হাজার টনেরও বেশি ইরানি এলপিজি সরবরাহ করেছিল বাংলাদেশে।

এছাড়া, ২০২৪ সালের শেষ দিকে কোমোরোসের পতাকাবাহী জাহাজ ‘আদা’ (আগের নাম ক্যাপ্টেন নিকোলাস) বাংলাদেশের কিছু আমদানিকারকের কাছে ইরানি এলপিজি পৌঁছে দেয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সি শিপ ম্যানেজমেন্ট এলএলসি-এর মালিকানাধীন এই জাহাজটিকে সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করা হয়েছে।

‘বিএলপিজি’ সোফিয়া নামের একটি ছোট জাহাজে এলপিজি খালাসের সময় গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘ক্যাপ্টেন নিকোলাসে’ আগুন লাগে। প্রায় ৩৪ হাজার টন এলপিজি বহনকারী এই জাহাজটি আইনি জটিলতার কারণে কয়েক মাস আটকে থাকার পর চলতি বছরের ৫ সেপ্টেম্বর পুনরায় গ্যাস স্থানান্তরের অনুমতি পায়। ভেসেল-ট্র্যাকিং তথ্য বলছে, জাহাজটি এখনও চট্টগ্রাম বন্দরে নোঙর করা আছে।

যদিও নিষেধাজ্ঞার তালিকায় কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নাম নেই, তবে এই চালানের উল্লেখের কারণে বাংলাদেশকে এখন যুক্তরাষ্ট্রের নজরদারির আওতায় দেখা হচ্ছে। মার্কিন আইন অনুসারে, নিষিদ্ধ লেনদেনে জড়িত বিদেশি কোম্পানিগুলো ‘সেকেন্ডারি স্যাংশন’-এর ঝুঁকিতে থাকে, যার ফলে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর মতো কঠিন পরিণতি হতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

সোমবার গাজা থেকে মুক্তি পাবে ইসরায়েলের বন্দিরা

Published

on

শেয়ার বাজার

ইসরায়েলের বন্দিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) গাজা থেকে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দি থাকা ২০ জন জীবিত এবং ২৮ জন নিহত বন্দির দেহ সোমবার হস্তান্তর করা হবে। এটি মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির অংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প বলেন, সোমবার বড়দিন হবে। তিনি আরও যোগ করেন, বন্দি বিনিময় প্রক্রিয়ায় ৪৮ জন ইসরায়েলি (জীবিত ও মৃত) মুক্তি পাবে এবং এর বিপরীতে অন্তত ২,০০০ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের জেল থেকে মুক্তি পাবে। তিনি উল্লেখ করেন, কিছু মৃতদেহ এখনও উদ্ধারাধীন এবং এটা এক বিশাল ট্র্যাজেডি।

জীবিত বন্দিদের পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, তারা এমন কিছু কঠিন জায়গায় আছে, যেখানে কেবল কিছু মানুষই তাদের অবস্থান জানে। তবে তিনি আশা প্রকাশ করেন, তার শান্তিচুক্তির প্রথম এবং পরবর্তী পর্যায় সফল হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামাস ও ইসরায়েল উভয়ই যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং বেশিরভাগ বিষয়ে একমত। তিনি যোগ করেন, সুন্দর একটি কক্ষে বসে সমস্যার সমাধান সহজ, বাস্তবে কিছুটা কঠিন।

ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন, ইরান এবং রাশিয়ার সমর্থন পাওয়ায় খুশি এবং উল্লেখ করেন, শান্তি পরিকল্পনা কেবল গাজার জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিস্তৃত হবে। তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি এবং একটি সুন্দর বিষয়।

আগামী সপ্তাহের শেষে ট্রাম্প মিশরের কায়রো সফরে যাবেন। পরবর্তীতে তিনি ইসরায়েলে সফর করবেন এবং দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।

গাজার জন্য মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির শর্ত অনুযায়ী, হামাস ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত বন্দি মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়েছে। ইসরায়েলও শুক্রবার ভোরে চুক্তি অনুমোদন করে এবং সেনারা গাজার বিভিন্ন এলাকা থেকে নির্ধারিত অবস্থানে ফিরে যায়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার4 hours ago

প্রযুক্তিনির্ভর শেয়ার বাজার: বিআইসিএমে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষে আজ রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর মাল্টিপারপাস হলে একটি গুরুত্বপূর্ণ সেমিনার...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার6 hours ago

ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংককে

দুর্বল পাঁচটি বেসরকারি ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার7 hours ago

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৪৯ হাজার...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার8 hours ago

স্কয়ার টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার8 hours ago

স্কয়ার ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার8 hours ago

জেড ক্যাটাগরিতে ডেসকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা...

শেয়ার বাজার শেয়ার বাজার
পুঁজিবাজার9 hours ago

বিআইএফসির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি...

Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
শেয়ার বাজার
জাতীয়3 hours ago

শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা

শেয়ার বাজার
আন্তর্জাতিক3 hours ago

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

শেয়ার বাজার
ব্যাংক4 hours ago

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যানের পদত্যাগ

শেয়ার বাজার
পুঁজিবাজার4 hours ago

প্রযুক্তিনির্ভর শেয়ার বাজার: বিআইসিএমে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

শেয়ার বাজার
ধর্ম ও জীবন4 hours ago

বাংলাদেশ ব্যাংকে সীরাত মাহফিল, প্রধান আলোচক আহমাদুল্লাহ

শেয়ার বাজার
অর্থনীতি5 hours ago

অক্টোবরের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

শেয়ার বাজার
আন্তর্জাতিক5 hours ago

মক্কায় বিপুল স্বর্ণখনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

শেয়ার বাজার
অর্থনীতি6 hours ago

জরুরি ভিত্তিতে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার

শেয়ার বাজার
পুঁজিবাজার6 hours ago

ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংককে

শেয়ার বাজার
পুঁজিবাজার7 hours ago

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

শেয়ার বাজার
জাতীয়3 hours ago

শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা

শেয়ার বাজার
আন্তর্জাতিক3 hours ago

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

শেয়ার বাজার
ব্যাংক4 hours ago

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যানের পদত্যাগ

শেয়ার বাজার
পুঁজিবাজার4 hours ago

প্রযুক্তিনির্ভর শেয়ার বাজার: বিআইসিএমে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

শেয়ার বাজার
ধর্ম ও জীবন4 hours ago

বাংলাদেশ ব্যাংকে সীরাত মাহফিল, প্রধান আলোচক আহমাদুল্লাহ

শেয়ার বাজার
অর্থনীতি5 hours ago

অক্টোবরের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

শেয়ার বাজার
আন্তর্জাতিক5 hours ago

মক্কায় বিপুল স্বর্ণখনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

শেয়ার বাজার
অর্থনীতি6 hours ago

জরুরি ভিত্তিতে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার

শেয়ার বাজার
পুঁজিবাজার6 hours ago

ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংককে

শেয়ার বাজার
পুঁজিবাজার7 hours ago

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

শেয়ার বাজার
জাতীয়3 hours ago

শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা

শেয়ার বাজার
আন্তর্জাতিক3 hours ago

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

শেয়ার বাজার
ব্যাংক4 hours ago

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যানের পদত্যাগ

শেয়ার বাজার
পুঁজিবাজার4 hours ago

প্রযুক্তিনির্ভর শেয়ার বাজার: বিআইসিএমে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

শেয়ার বাজার
ধর্ম ও জীবন4 hours ago

বাংলাদেশ ব্যাংকে সীরাত মাহফিল, প্রধান আলোচক আহমাদুল্লাহ

শেয়ার বাজার
অর্থনীতি5 hours ago

অক্টোবরের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

শেয়ার বাজার
আন্তর্জাতিক5 hours ago

মক্কায় বিপুল স্বর্ণখনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

শেয়ার বাজার
অর্থনীতি6 hours ago

জরুরি ভিত্তিতে ৪ লাখ টন চাল আমদানি করছে সরকার

শেয়ার বাজার
পুঁজিবাজার6 hours ago

ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংককে

শেয়ার বাজার
পুঁজিবাজার7 hours ago

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন