পুঁজিবাজার
রংপুর ফাউন্ড্রিতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রি লিমিটেডে দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ বিএসইসি সম্মতি দিয়েছে। যা চূড়ান্ত অনুমোদন পাবে আসন্ন বার্ষিক সাধারন সভায় (এজিএম)।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির ২৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৯৪ হাজার ৬৯৭ টি শেয়ার ১১৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীনফোনের ৭ কোটি ৬৩ লাখ ৬১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৭ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমকে
পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তার কাছে থাকা ২৫ লাখ শেয়ার তার ভাই মো. জাহেদুল হকের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করবেন।
গত ২২ ডিসেম্বর আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক।
এমকে
পুঁজিবাজার
বিডিকম অনলাইনের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং বাকী ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
এমকে
পুঁজিবাজার
পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএম ও ব্র্যাক ইপিএলের মধ্যে চুক্তি
আর্থিক শিক্ষা, বাজার গবেষণা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (ব্র্যাক ইপিএল)।
এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের পুঁজিবাজারে একাডেমিক জ্ঞান ও বাস্তব ইন্ডাস্ট্রি চাহিদার মধ্যকার ব্যবধান কমানোর একটি কাঠামো প্রতিষ্ঠিত হলো।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের অ্যাসোসিয়েট প্রফেসর ফয়সাল আহমদ খান এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ সালিম আফজাল শাওন।
তিন বছর মেয়াদি এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থী, পেশাজীবী এবং খুচরা বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে। এই সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার দ্বিমুখী বিনিময় নিশ্চিত করা হবে।
বিআইসিএম ব্র্যাক ইপিএল পেশাজীবীদের জন্য কাস্টমাইজড প্রশিক্ষণ মডিউল তৈরি করবে, আর ব্র্যাক ইপিএলের পেশাজীবীরা বিআইসিএমের বিভিন্ন প্রোগ্রামে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে বাস্তব বাজারভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি, যোগ্য বিআইসিএম শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও সেক্টরাল অ্যাটাচমেন্টের সুযোগ প্রদান করা হতে পারে, যা ভবিষ্যতে কর্মসংস্থানের পথও তৈরি করতে পারে।
এমকে
পুঁজিবাজার
সুহৃদ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭.০১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারদর ৬.২৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, বিডি থাই অ্যালুমিনিয়াম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমকে



