Connect with us
৬৫২৬৫২৬৫২

আন্তর্জাতিক

এখন ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

Published

on

সাপ্তাহিক

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন অর্থাৎ ৫০ হাজার কোটি ডলার নিট সম্পদের মাইলফলক ছুঁয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী বুধবার (১ অক্টোবর) তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার ১০ কোটি ডলারে।

ফোর্বসের তালিকায় মাস্কের পর দ্বিতীয় স্থানে আছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। বুধবার (১ অক্টোবর) পর্যন্ত তার নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার ৭০ কোটি ডলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মূলত টেসলার শেয়ারের পুনরুত্থান ও নিজের মালিকানাধীন অন্যান্য প্রযুক্তি উদ্যোগের (স্টার্টআপ) বাজারমূল্য বেড়ে যাওয়ায় এই রেকর্ড গড়তে পেরেছে ইলন। টেসলার ১২ দশমিক ৪ শতাংশ শেয়ার তার মালিকানায় রয়েছে। চলতি বছরে টেসলার শেয়ারমূল্য এরই মধ্য ১৪ শতাংশের বেশি বেড়েছে ও বুধবার কোম্পানিটির শেয়ার আরও ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে মাস্কের সম্পদে একদিনেই যুক্ত হয় প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রয়টার্স বলছে, ইলন মাস্কের জন্য বছরের শুরুটা অস্থির থাকলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় টেসলার শেয়ার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। টেসলা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোলম গত মাসে জানান, হোয়াইট হাউজে কয়েক মাস ব্যস্ত থাকার পর মাস্ক এখন আবার ‘সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে’ ফিরে এসেছেন। এর কয়েক দিনের মধ্যেই মাস্ক নিজেই টেসলার প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার কিনে কোম্পানির ভবিষ্যতের প্রতি আস্থার বড় বার্তা দেন।

তবে গাড়ি বিক্রি কমে যাওয়া ও মুনাফার চাপ অব্যাহত থাকায় শেয়ার কিছুটা ক্ষতির মুখে পড়েছে টেসলা। এর ফলে তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ গ্রুপের বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে টেসলা অন্যতম খারাপ পারফরমার হিসেবে বিবেচিত হচ্ছে।

গত মাসে টেসলা বোর্ড মাস্কের জন্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের ক্ষতিপূরণ পরিকল্পনা প্রস্তাব করে, যেখানে উচ্চাভিলাষী আর্থিক ও কার্যকরী লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে মাস্কের আরও বড় শেয়ার দাবিও এতে বিবেচনায় আনা হয়।

মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই ও রকেট নির্মাতা স্পেসএক্স এ বছরেও বাজারমূল্যে বড় সাফল্য পেয়েছে। জুলাই পর্যন্ত এক্সএআইয়ের মূল্য ছিল ৭ হাজার ৫০০ কোটি ডলার। সেপ্টেম্বরে সিএনবিসির খবরে বলা হয়, নতুন তহবিল সংগ্রহের পর এর মূল্য ২০ হাজার কোটি ডলার হতে পারে। তবে মাস্ক তখন জানান, তারা কোনো মূলধন সংগ্রহ করছেন না।

অন্যদিকে ব্লুমবার্গের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স নতুন অর্থ সংগ্রহ ও অভ্যন্তরীণ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে, যা কোম্পানির মূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলারে উন্নীত করবে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

Published

on

সাপ্তাহিক

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় । শনিবার রাষ্ট্রীয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। এছাড়া বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করে ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দেয় রাশিয়া। ভোরে রাজধানী কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর পরিস্থিতি আরও তীব্র হওয়ার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে, ভেনেজুয়েলায় হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত দেখানো হয়েছে তা অগ্রহণযোগ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এখানে আদর্শগতভাবে পরিচালিত শত্রুতার বাস্তববাদীতা এবং বিশ্বাস ও ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছার বিপরীতে সবকিছু প্রাধান্য পেয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয় বিরোধ সমাধানের একমাত্র উপায় হিসেবে সংলাপের আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের সাথে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করা পথের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।

কারাকাসে রাশিয়ার দূতাবাস জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এবং দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থিত রাশিয়ান নাগরিকদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। হামলায় কোনো রুশ নাগরিক আহত হয়েছেন বলে তারা জানায়নি।

উল্লেখ্য, বলিভারিয়ান নেতৃত্ব হলো সিমোন বলিভারের প্যান-আমেরিকান, মুক্তিকামী চেতনাকে কাজে লাগিয়ে, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মিশেলে ভেনেজুয়েলায় একটি শক্তিশালী, সাম্রাজ্যবাদ-বিরোধী ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রাজনৈতিক প্রক্রিয়া ও দর্শন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

Published

on

সাপ্তাহিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়ার পর সৃষ্ট সংকটে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে শনিবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

এক বিবৃতিতে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘স্পেন উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ২৮ জুলাইয়ের নির্বাচনকে স্পেন স্বীকৃতি দেয়নি—যে নির্বাচনে মাদুরোকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়া ফল নিয়ে আপত্তি জানান এবং পরে মাদ্রিদে আশ্রয় নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে আরো বলা হয়, স্পেন ‘রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া কয়েক লাখ ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়েছে এবং দিতে থাকবে’ এবং দেশটির জন্য ‘একটি গণতান্ত্রিক, আলোচনাভিত্তিক ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।’

২০২৪ সালের নির্বাচনে জাতীয় নির্বাচন পরিষদ মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল, যদিও সাইবার হামলার কথা বলে ভোটকেন্দ্রভিত্তিক সুনির্দিষ্ট ফল প্রকাশ করা হয়নি।

বিরোধীরা ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। তাদের প্রার্থী গনসালেস উরুতিয়া শেষ মুহূর্তে মারিয়া কোরিনা মাচাদোর স্থলাভিষিক্ত হয়েছিলেন—যিনি আগে প্রার্থিতা থেকে অযোগ্য ঘোষিত হন।

কিছুদিন পর গনসালেস উরুতিয়া একটি স্প্যানিশ সামরিক বিমানে ভেনেজুয়েলা ত্যাগ করে আশ্রয় পান।

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মাচাদো পরে নাটকীয়ভাবে স্টকহোমে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারলেও ভোটের পর থেকেই দেশে লুকিয়ে আছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ওই নির্বাচনের ফল মানতে রাজি নয়, যা মাদুরোকে টানা তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকার পথ করে দেয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

Published

on

সাপ্তাহিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি অনুযায়ী, আমেরিকা ভেনেজুয়েলায় একটি ‘বৃহৎ আকারের হামলা’ চালিয়েছে এবং এর মাধ্যমেই মাদুরোকে বন্দী করা সম্ভব হয়েছে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে ইতিমধ্যেই ভেনেজুয়েলার বাইরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে। তবে এই হামলার প্রকৃতি বা ঠিক কোন স্থানে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র কারাকাস, মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরায় হামলা করেছে। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে মাদুরো সরকার।

আজ স্থানীয় সময় রাত ২টার দিকে কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার সঙ্গে উড়ন্ত যুদ্ধবিমানের শব্দও শোনা গেছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। লাতিন আমেরিকার এই দেশটির রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘকাল ধরেই টালমাটাল ছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদুরো সরকারের সম্পর্ক ছিল চরম বৈরী। যদি ট্রাম্পের এই দাবি সত্য হয়, তবে এটি বর্তমান সময়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে ওয়াশিংটন।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

Published

on

সাপ্তাহিক

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, এমন অভিযোগ করে একে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। সরকারি এক বিবৃতিতে এই অভিযোগ জানানো হয়। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বিবৃতিটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারের দাবি, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় কারাকাস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দখল নেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এই প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মাদুরো প্রশাসন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও ছিল।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সিবিএস।

এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

Published

on

সাপ্তাহিক

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত এবং ভূমিকম্পের কেন্দ্রের কাছের একটি ছোট শহরে মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে এই ভূমিকম্পটি ঘটে। আকাপুলকো একটি গুরুত্বপূর্ণ বন্দর ও জনপ্রিয় সমুদ্রসৈকত এলাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভূমিকম্পের কম্পন প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তরের মেক্সিকো সিটিতেও অনুভূত হয়। সেখানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠায় ছুটির সপ্তাহান্তে আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় নেমে আসে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আরও ১২ জন আহত হয়েছেন। তবে দেশের সবচেয়ে বড় শহরটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তার নিয়মিত সকালবেলার সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেস ত্যাগ করতে বাধ্য হন।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

প্রেসিডেন্ট শেইনবাম বলেন, তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সান মার্কোস শহরে ভূমিকম্পের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।

গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, পঞ্চাশোর্ধ্ব বয়সী এক নারী তার বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান।

সান মার্কোসের মেয়র মিসায়েল লোরেনসো কাস্তিয়ো বলেন, প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং “প্রায় সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে”।

স্থানীয় বাসিন্দারা এক এএফপি সাংবাদিককে তাদের বাড়ির দেয়ালে ফাটল ও ধসে পড়া অংশ দেখান।

নিজের ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা রোগেলিও মোরেনো বলেন, “সান মার্কোস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি বিপর্যস্ত।

এমকে

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং

বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বিডি...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার12 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার1 day ago

সিএমজেএফের নতুন সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসাবে যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। (ডিএসইতে যোগদানের পূর্বে...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

জিপিএইচ ইস্পাতের ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে...

সাপ্তাহিক সাপ্তাহিক
পুঁজিবাজার2 days ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
সাপ্তাহিক
জাতীয়4 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি4 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক7 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি7 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়7 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক8 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়9 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ9 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

সাপ্তাহিক
জাতীয়4 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি4 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক7 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি7 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়7 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক8 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়9 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ9 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

সাপ্তাহিক
জাতীয়4 hours ago

প্রার্থিতা ফিরে পেতে মানতে হবে যেসব নির্দেশনা

সাপ্তাহিক
রাজনীতি4 hours ago

পলাতক আ. লীগ নেতা একরামুজ্জামানের মনোনয়ন বৈধ, প্রতিবাদে বিক্ষোভ

সাপ্তাহিক
আন্তর্জাতিক6 hours ago

ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

সাপ্তাহিক
আন্তর্জাতিক7 hours ago

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

সাপ্তাহিক
রাজনীতি7 hours ago

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেত্রী, জানালেন কারণ

সাপ্তাহিক
জাতীয়7 hours ago

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: ফাওজুল কবির

সাপ্তাহিক
আন্তর্জাতিক8 hours ago

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

সাপ্তাহিক
ব্যাংক8 hours ago

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

সাপ্তাহিক
জাতীয়9 hours ago

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

সাপ্তাহিক
সারাদেশ9 hours ago

জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ