পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং। কোম্পানিটির ১৭ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ০৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
বিইউএফটি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
সোমবার (১২ জানুয়ারি) বিইউএফটি’র মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি’র ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ডিস্টিংগুইশড অধ্যাপক মো. মুইনুদ্দীন খান।
প্রধান অতিথি বিইউএফটি’র ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান বলেন, প্রত্যেকের সঞ্চয়ের প্রবণতা থাকা প্রয়োজন। ঘর থেকেই এই প্রবণতা শুরু করতে হবে। বর্তমানের সঞ্চয় ভবিষ্যতের বিপদে বড় উপকারে আসে। তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট বিনিয়োগের একটি উত্তম জায়গা। শিক্ষার্থীরা যেন তাদের সঞ্চয় যথাযথভাবে বিনিয়োগ করতে পারে সে লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন।
ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন বলেন, শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম আক্তারুজ্জামান, বিআইসিএম’র সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, বিইউএফটি’র বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম আদনান, বিআইসিএম’র প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী হুমায়রা দিবা ও সাইয়েদা মারইয়াম বিসমা।
বিআইসিএম’র সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক গৌরব রায় বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিইউএফটির শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র এ আয়োজন।
এমকে
পুঁজিবাজার
প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (১২ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্সের শেয়ারদর ৯.৭৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, খান ব্রাদার্স, এপোলো ইস্পাত কমপ্লেক্স এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী । কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মোজাফফর হোসেন স্পিনিংয়ের দর বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি, পূবালী ব্যাংক, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ফার্স্ট এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।
এমকে
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫২ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৫ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমে ৩৫২ কোটি টাকায় পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫২ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির, বিপরীতে ১৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে




