রাজধানী
মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত পথচারী
রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের উপর থেকে চায়ের দোকানের সামনে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। হঠাৎ ঘটে যাওয়া এই হামলায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা অজ্ঞাত এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমকে
রাজধানী
রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।
বার্তায় বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোডের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
রাজধানী
বুধবার রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানী কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমকে
রাজধানী
অসাধুচক্রের অবৈধ দখলে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্ট
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট-২-এর অবৈধ এবং বেজমেন্টের ৯১১টি দোকান উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরে তাপসের সময়েই তাঁর লোকজন নকশাবিহীন ২১০টি অবৈধ দোকান নির্মাণ করে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তাদের সাম্রাজ্য বন্ধ হলেও থেমে নেই অসাধুচক্রের অবৈধ চক্রান্ত। নতুন করে মার্কেটের বেজমেন্টের চারটা গেটে তালা লাগিয়ে ভিতরে দোকান নির্মাণ চলছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সিটি প্লাজা, নগরপ্লাজা ও জাকের প্লাজার আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে অসাধুচক্র দোকান নির্মাণ করছে। জাকের প্লাজার সি ব্লক আন্ডারগ্রাউন্ডের চারটা গেট সাটার লাগিয়ে ভিতরে দোকান নির্মাণ করা হয়েছে। আর নগর প্লাজা, সিটি প্লাজা বেজমেন্টে সাটার লাগিয়ে রাতের অন্ধকারে ইট-বালু নিয়ে এসে এই তিন মার্কেট কাজ ধরতেছে। তবে নগর প্লাজা মার্কেটের ব্যবসায়িক কমিটিকে না জানিয়ে এই চক্র অবৈধ পন্থায় দোকান নির্মাণ করছে। অবৈধভাবে আদালতের দোহায় দিয়ে সিটি কর্পোরেশনের অনুমোদন বিহীন মার্কেট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে এই অসাধুচক্র।
অভিযোগ উঠেছে, এসব কাজে সহযোগী হিসাবে রয়েছে জাকের মার্কেটের তাজুল ইসলাম, মো. হানিফ, রহিম ও মালেক। এছাড়া, নগর প্লাজায় আছে সাবেক আওয়ামী লীগ নেতা বাকের, ইব্রাহিম, মান্নান আরো অনেকে। এদের মূল মাস্টারমাইন জাকের মার্কেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
মার্কেটের ব্যবসায়িক কমিটির দাবি, ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার চক্রান্ত করতেছে এই চক্র। তারা দোকান মালিক সমিতিকে না জানিয়ে অবৈধ পন্থায় দোকান নির্মাণের কাজ করছে। বিগত আমলের ফ্যাসিবাদের দোসর এই চক্র। ব্যবসায়ীদের স্বার্থে আমরা চাচ্ছি সরকারি এবং সিটি কর্পোরেশন অনুমোদন বিহীন কোন দোকান নির্মাণ না হোক।
ডিএসসিসি সূত্র জানায়, গত জুলাইয়ে কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সিটি প্লাজা (ব্লক-এ), নগরপ্লাজা (ব্লক-বি) ও জাকের প্লাজা (ব্লক-সি) পরিদর্শন করেন। এই মার্কেটে কর্পোরেশনের বরাদ্দকৃত দোকান আছে এ ব্লকে ১৭৬টি, বি ব্লকে ১৭৬টি ও সি ব্লকে ১৭৯টি। তবে বরাদ্দকৃত দোকানের বাইরে মার্কেট সমিতির নেতারা ও স্থানীয় রাজনীতিবিদরা মিলে মার্কেটের সিঁড়ির নিচে, টয়লেট ভেঙে, লিফটের সামনে, ফাঁকা জায়গায় আরও ২১০টি অবৈধ দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে।
এদিকে গত ২৭ নভেম্বর সিটি মার্কেটের নিচতলার একটি টয়লেট ভেঙে আরও দুটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার পতনের পরও মার্কেট সমিতি ফাঁকা স্থানে দোকান নির্মাণ করে ২০ লাখ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি করেছে।
এছাড়া ফুলবাড়িয়া সুপার মার্কেটের এই নগরপ্লাজা ও সিটি প্লাজার ষষ্ঠ তলা থেকে অষ্টম তলা পর্যন্ত করপোরেশন আরও ৬৮৪টি দোকান নির্মাণ করলেও এখন পর্যন্ত এসব দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে এই চক্রটি এসব দোকানের তালা ভেঙে ভাড়া দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসএম/এমকে
রাজধানী
ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল শাহবাগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ছাত্র-জনতা। আজ শুক্রবারও (১৯ ডিসেম্বর) চলছে এই আন্দোলন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে। এসময় স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ।
সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। মোড়েই অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। উপস্থিত ছাত্র-জনতা দুই ভাগে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।
রাজধানীর শান্তিনগর থেকে আন্দোলনে যোগ দিয়েছেন শরিফুল হাসান। তিনি জানান, গত এক মাস আগেও এই শাহবাগে হাদী ভাইয়ের ডাকে আন্দোলন করেছি। আজ হাদী ভাই নেই, তার মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে দুঃখের বিষয় আর নেই।
এ সময় ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’ ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এমকে
রাজধানী
হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আসপাশের প্রায় পাঁচটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় সাইন্সল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এসময় প্রায় অর্ধশতাধবক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অবরোধের ফলে সাইন্সল্যাব মোড় থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এসময় শিক্ষার্থীদের শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়।
ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে।
এমকে




