পুঁজিবাজার
কাট্টলী টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো আলহাজ টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম, ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত দ্বিতীয় ও ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়া, একই সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় কমেছে ২০৩ শেয়ারদর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। সেই সঙ্গে এসময়ের মধ্যে দর হারিয়েছে ২০৩ কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২১ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮১৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে যথাক্রমে ৯৯৭ ও ১৮৫৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯০ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮ দশমিক ৭৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ৮ দশমিক ৫৫ পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ২১ পয়েন্ট বা ২ শতাংশ।
এসএম
পুঁজিবাজার
সপ্তাহজুড়ে শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬০ টাকা ৪০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪১ টাকা ৮০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এএফসি অ্যাগ্রোর শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪ টাকা ৯০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১৬ দশমিক ৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৬ দশমিক ০৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৫ দশমিক ৩৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪ দশমিক ৪৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১৪ দশমিক ৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ ও সিভিও পেট্রোর ১৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএম
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ
বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩০ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ৬০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৭০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি ওয়েল্ডিংয়ের ৮.২০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৩৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫.৯৩ শতাংশ ও সায়হাম কটনের ৪.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসএম




