পুঁজিবাজার
বিডি থাই অ্যালুমিনিয়ামের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৫০ শতাংশ।
রবিবার (০৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৩৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৯৮ পয়সা।
এসএম
পুঁজিবাজার
গ্লোবাল হেভির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ডিসেম্বর বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ৩২০ শেয়ারদর
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২০টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টা ২৪মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩২ ও ১৮৯৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৫ কোটি ২৮ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২০টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো অলটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রবিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৯ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অনুমতি পাওয়ার পরে ঘোষণা করা হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী আগামী বছরের ৭ জানুয়ারি।
এসএম
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭১ পয়সা।
আগামী ১৬ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
এমকে
পুঁজিবাজার
সিএসই শরিয়াহ্ ইনডেক্স থেকে বাদ ১০ কোম্পানি
সিএসইর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ১টি কেম্পানি এবং পূর্বের ১০টি কেম্পানি বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১২টি কোম্পানি অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে সূচকটি কার্যকর হবে। নতুন করে যুক্ত কোম্পানিটি হলো- হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
রোববার (৭ ডিসেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্সে অন্তর্ভুক্ত ১১২ কোম্পানিগুলো হলো:- আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ পিএলসি, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।
এছাড়াও রয়েছে, বার্জার পেইন্টস্ বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্, কপারটেক ইন্ডাসট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস্ পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডোরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টাণ ক্যাবলস লিমিটেড, ই-জেনারেশন পিএলসি, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাজট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী, ফাইন ফুডস লিমিটেড , ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ পিএলসি, হামিদ ফ্যাব্রিক্স পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামীক ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ পিএলসি, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, কে এন্ড কিউ (বাংলাদেশ), কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, লিগেসি ফুটওয়ার লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) , এম.এল. ডাইং, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি., কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস্ (বিডি), রহিমা ফুড কর্পোরেশন লিঃ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি।
তালিকায় আরও রয়েছে- সায়হাম কটন মিলস লি, স্যালভো অরগানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সমতা লেদার কমপ্লেক্স লি.,শমরিতা হস্পিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, সিলকো ফামাসিউটিক্যালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড , সামিট এলায়েন্স পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি,দি ডাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি লিঃ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড কোম্পানি লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এমকে



