পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম লিমিটেড এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।
সূত্র মতে, এডিএন টেলিকমে ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে জিপিএইচ ইস্পাত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, লাভেলো আইসক্রিম, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, সিলকো ফার্মা, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার (১৭ নভেম্বর) লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড । কোম্পানিটির ১২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রানার অটোমোবাইলস পিএলসি, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
হাসিনার রায় ঘোষণার দিনে বড় উত্থান শেয়ারবাজারে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন সোমবার (১৭ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২২ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেন ছাঁড়িয়েছে ৩৪৮ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় পড়া শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। রায় পাড়ার কার্যক্রম শুরু হওয়ার আগেই শেয়ারবাজারে লেনদেন শুরু হয়।
সোমবার (১৭ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০০০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২২টি কোম্পানির, বিপরীতে ৩৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৫ শেয়ারদর
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৫টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৪ ও ১৮৬৫ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২১ কোটি ৬২ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৫টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
এমকে
পুঁজিবাজার
বিডি থাইয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।



