রাজধানী
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব
রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটা আমাদের থানা এলাকায় পড়েনি। এটা পড়েছে তেজগাঁও থানা এলাকায়।
অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এটা তেজগাঁও থানার ভেতরে পড়েছে, কলাবাগান থানার ঘটনা নয়। যে থানার ঘটনাই ঘটুক, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।
রাজধানী
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীত মৌসুম এলেই এই মেগাসিটির বায়ু দূষণের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। ব্যতিক্রম ঘটছে না এবারও। ভয়াবহ মাত্রায় বাড়ছে বায়ুদূষণ; দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই শহর।
রোববার (১১ জানুয়ারি) দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৫। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার এই শহরের স্কোর ছিল ১৯৩।
অন্যদিকে ২৩০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। এছাড়া, ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হেনোয় ও ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে চীনের চেংডু। বায়ুমানের স্কোর অনুযায়ী, এ তিন শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ ছাড়া, ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে ভিয়েতনামের আরেকটি শহর হো চি মিন সিটি, ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মায়ানমারের ইয়াঙ্গুন, ১৮০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আছে ভারতের আরেক শহর কলকাতা, ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আছে মিশরের কায়রো, ১৭৬ স্কোর নিয়ে নবম অবস্থানে আছে সেনেগালের ডাকার আর ১৭৪ স্কোর নিয়ে দশম অবস্থানে আছে চীনের আরেক শহর চংচিং। বায়ুমানের স্কোর অনুযায়ী, এই ছয় শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য।
উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এমকে
রাজধানী
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, গ্যাস সরবরাহ স্বাভাবিক
মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভাল্ভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলিসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ ছিল।
রাজধানী
ভালভ ফেটে লিকেজ, রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকট
মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য গ্যাস বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রাখা হয়েছে। এসব ভালব বন্ধ রেখে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানায়, দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমকে
রাজধানী
সাড়ে ৫ হাজার কম্বল কেনার নির্দেশ উত্তর সিটি কর্পোরেশনের
রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ডিএনসিসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. কামরুজ্জামান এবিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
এতে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি প্রশাসকের নির্দেশনায় শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে অতিদ্রুত কম্বল বিতরণের জন্য ‘আরএফকিউ’ পদ্ধতিতে এবং ছক মোতাবেক ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪ হাজার ৪০০টি কম্বল কেনার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, সংস্থাটি মোট ৫ হাজার ৪০০ পিস কম্বল বিতরণ করবে। এর মধ্যে অঞ্চল ১-এ ২০০টি, অঞ্চল ২ এ ৮০০টি, অঞ্চল ৩ এ ১০০০টি, অঞ্চল ৪-এ ৭০০টি, অঞ্চল ৫-এ ৯০০টি, অঞ্চল ৬ ও ৭-এ ৪০০টি করে, অঞ্চল ৮ ও ৯-এ ৩০০টি করে এবং অঞ্চল ১০-এ ৪০০টি কম্বল বিতরণ করবে ডিএনসিসি।
রাজধানী
আজ দুপুর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি সংস্কার কাজের জন্য আজ সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (৪ জানুয়ারি) জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।
সাময়িক এমন অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।




