পুঁজিবাজার
সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেন পরিমাণ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৮৬০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, বিপরীতে ১১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে
পুঁজিবাজার
এনসিসি ব্যাংকে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নজরুল ইসলাম চৌধুরী। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এসএম
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ১৭৭ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৭৭ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৪ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ২০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৪ ও ১৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
‘এ’ ও ‘বি’ থেকে জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড, জেমিনি সী ফুড ও বেস্ট হোল্ডিংস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
আজ রবিবার (৪ জানুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিগুলোকে আজ রবিবার (৪ জানুয়ারি) থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকদের কোন প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ডিএসই।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।
এসএম
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৮৮ শতাংশ এবং নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৮২ শতাংশ দর কমেছে।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং
বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৩৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাপেক্স স্পিনিংয়ের ১৬.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৪.২৯ শতাংশ, জেনারেশন নেক্সটের ১২.৫০ শতাংশ, পেনিনসুলার ১১.২৪ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ১০.৯১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১০.৩০ শতাংশ ও বিডি ফাইন্যান্সের ১০.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমকে



