সারাদেশ
টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। টঙ্গী ফায়ার সার্ভিস, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের আরও ৭টি গুদামে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় আশপাশের ৭টি গোডাউন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। দুর্ঘটনাস্থালে পানি সংকট ছিল। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
সারাদেশ
উত্তর তারাবুনিয়ায় ফের চুরি, বিচারহীনতায় উদ্বিগ্ন স্থানীয়রা
শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোয়াব আলী সরকারের কান্দিতে আবারও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, আগের ঘটনার বিচার না হওয়ায় এলাকায় পুনরায় এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে প্রবাসী খোকন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, খোকন মাঝি প্রবাসে অবস্থান করছেন, তার স্ত্রী আমেনা বেগম দুই ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। সেদিন বিকেলে আমেনা বেগম ঢাকা থেকে বাড়ি ফেরেন এবং রাতে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করেন। রাতের কোনো এক সময় সুযোগ বুঝে বাড়ির তালা ভেঙে আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় চোর। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, ৫ ভরি রুপার গহনা এবং নগদ ২৫ হাজার টাকা।
পরদিন সকালে আমেনা বেগম বাড়ি ফিরে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজন ও স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল খাঁন এবং এলাকার কয়েকজন মুরুব্বিকে বিষয়টি জানান। তবে তারা বিচার করার আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনায় তারা সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চুরির পর ঘটনাস্থল থেকে একটি ছুরি (চাকু), একটি ফ্লাস্ক, একটি সেলাই রেঞ্জ (হারাইস) এবং একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয় বলে জানান ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী জানান, পূর্বেও এ এলাকায় হাঁস, মুরগি ও মোবাইলসহ ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়ভাবে বিচার না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন তারা।
এই বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, গত ৪ তারিখের ঘটনার অভিযোগ পেয়েছি। সখিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাটির রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনবে ইনশাআল্লাহ।
অর্থসংবাদ/এমকে/তাহের
সারাদেশ
টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে আগুনের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা ১৫ মিনিটের দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিস কর্মীর এখনো কাজ করছে।
সারাদেশ
উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের উপবৃত্তি পরীক্ষা সম্পন্ন
শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সংগঠনটির ২০তম উপবৃত্তি পরীক্ষা–২০২৫।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবারের উপবৃত্তি পরীক্ষায় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন ও আশপাশের ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার ফলাফল আজই প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মনির খাঁন, সভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম. রিদাউল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুয়েটের শিক্ষার্থী রায়হান মাহমুদ, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, উত্তর তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠন শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উপবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আক্তার হোসেন আসামি তাঁর বক্তব্যে বলেন, তোমরা সবাই মিলে একটি সংগঠন গঠন করো— এমন একটি সংগঠন, যার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন ঘটবে। আজ আমি দীর্ঘদিনের যে আশা মনে মনে লালন করেছি, সেই আশা পূরণের প্রতিচ্ছবি এই ছাত্রকল্যাণ সংগঠন। অনেক সময় নানা সংগঠনের কারণে আমরা বিভ্রান্তিতে পড়ি, তাই আমি আজ সবাইকে আহ্বান জানাই — যারা মেধাবী ছাত্র আছেন, তারা একত্র হয়ে এমন একটি সংগঠন তৈরি করো, যা শিক্ষার আলো আরও জাগ্রত করবে এবং আমাদের এলাকার উন্নয়নে অবদান রাখবে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মনির খাঁন বলেন, আমরা চাই উত্তর তারাবুনিয়া ইউনিয়নসহ পুরো ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক। মেধাবী শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্বের মূল চালিকা শক্তি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সারাদেশ
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করল ভারত। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক এক্স-এ এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইস্টার্ন কমান্ড বলছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
সারাদেশ
উত্তর তারাবুনিয়ায় যুবদল নেতা আবুল বাশার বেপারী বহিষ্কৃত
শরীয়তপুরের সখিপুর থানার অন্তর্গত উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাশার বেপারীকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আবুল বাশার বেপারী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাই তাঁকে সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ উত্তর তারাবুনিয়া থেকে তাঁকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব সরদার বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত। যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেন আসামী বলেন দলীয় ভাবমূর্তি রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
বর্তমানে আবুল বাশার বেপারী পুলিশ হেফাজতে রয়েছেন। শুক্রবার তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সখিপুর থানা সূত্রে জানা গেছে।



