পুঁজিবাজার
ক্রাউন সিমেন্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচ্য হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএম

পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ অক্টোবর) কোম্পানিটির ২৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, রবি আজিয়াটা, সোনালী পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
বড় পতনে সপ্তাহ শুরু, তিন শতাধিক শেয়ারের দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্টের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮১ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১১১৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৮ লাখ ০৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ অক্টোবর, দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এসএম
পুঁজিবাজার
আরএকে সিরামিকের এমডির শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক লিমিটেডের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান। তিনি তার ব্যক্তি মালিকানাধীন কোম্পানি মোহাম্মদ ট্রেডিং কোম্পানির পক্ষে শেয়ার কিনবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির এমডি মোহাম্মদ ট্রেডিং কোম্পানির পক্ষে ৮৫ হাজার শেয়ার কিনবে। যা আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে।
এসএম
পুঁজিবাজার
রংপুর ফাউন্ড্রিতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রি লিমিটেডে দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ বিএসইসি সম্মতি দিয়েছে। যা চূড়ান্ত অনুমোদন পাবে আসন্ন বার্ষিক সাধারন সভায় (এজিএম)।
এসএম