পুঁজিবাজার
আইপিডিসি ফাইন্যান্সে ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএসই তাদের ওয়েবসাইটে পৃথক দুটি বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও সাধারণ পরিচালকের মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের কথা থাকলেও বর্তমান সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়াটি আর কার্যকর হচ্ছে না। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে কোম্পানির অপর পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ উভয় পরিচালকের মোট ১ কোটি শেয়ারের এই হস্তান্তরের বিষয়ে দেওয়া পূর্বের অনুমোদন বাতিল ঘোষণা করেছে।
এর আগে গত ১০ ডিসেম্বর,২০২৫ তারিখে ডিএসই এই দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল। সেই সময়ে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এই বিশাল অংকের শেয়ার হস্তান্তরের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল। তবে আজ প্রকাশিত এক সংশোধনী বার্তায় ডিএসই স্পষ্ট জানিয়েছে, পূর্বের সেই অনুমোদনের সিদ্ধান্তটি এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
সাধারণত বাণিজ্যিক চুক্তি, ঋণের বিপরীতে জামানত বা অন্য কোনো আর্থিক দায়বদ্ধতার কারণে পুঁজিবাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে গোল্ডেন হারভেস্টের ক্ষেত্রে কী বিশেষ কারণে এই অনুমোদন বাতিল করা হয়েছে, সে সম্পর্কে ডিএসইর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে সংশ্লিষ্ট পরিচালকদের হাতে থাকা এই শেয়ারগুলো আপাতত আগের অবস্থাতেই বহাল থাকছে।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯ টি কোম্পানির ২৫ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৭১ লাখ ৩২ হাজার ১৭৮ টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮১ লাখ ০২ হাজার টাকার ও তৃতীয় স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এমকে
পুঁজিবাজার
ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার (১১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর টাকা ৫০ পয়সা বা ১০ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর ১০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, খুলনা প্রিন্টিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিক্স পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাইন ফুডস। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, সিভিও পেট্রোকেমিক্যাল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ডোমিনেজ স্টিল বিল্ডিং, সিলভা ফার্মা এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং। কোম্পানিটির ১৭ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ০৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
শেয়ারবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেনও
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৩ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেন আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯১ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪২৯ কোটি ১১ লাখ ৫৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮টি কোম্পানির, বিপরীতে ৩১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি




