পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৭১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৯ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ১০ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ৯ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা, সোনালী পেপরের ৯ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ৯ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি ৮ কোটি ৬৩ লাখ টাকা, সায়হাম কটন ৮ কোটি ৩১ লাখ টাকা, স্কয়ার ফার্মা ৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা এবং ফাইন ফুডস ৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে।
এমকে
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ১২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২০ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যালস, কাসেম ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির ১৮ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক, ফাইন ফুড, যমুনা ব্যাংক, রবি আজিয়াটা, আনোয়ার গ্যালভানাইজিং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
শেষ কার্যদিবসে লেনদেন আরও কমলো
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৫ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১০১০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৯১৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪২৯ কোটি ১১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৫ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টি কোম্পানির, বিপরীতে ১৮৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
তুরস্কে ওষুধ রপ্তানি করবে রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি তুরস্কে ওষুধ রপ্তানির অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ লক্ষ্যে দেশটির নিয়ন্ত্রক সংস্থা টার্কিশ মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সির অনুমোদন অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
রেনাটা তুরস্কে ওরাল ডোজ ফার্মাসিউটিক্যাল পণ্য (ট্যাবলেটস ও ক্যাপসুলস) রপ্তানি করবে। রেনাটার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করায় তুরস্ক আন্তর্জাতিক ওষুধ রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাজার।
এই অনুমোদনের মাধ্যমে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে তাদের উপস্থিতি আরও বিস্তৃত হবে এবং রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এসএম
পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১৮২ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ০৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০১১ ও ১৯১৬ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮২ কোটি ২০ লাখ ০৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ কোম্পানির শেয়ারদর।
এসএম




