পুঁজিবাজার
সি পার্ল বিচের এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৮ অক্টোবর ডিএসইর মাধ্যমে সী পার্ল কর্তৃপক্ষ ২৮ ডিসেম্বর এজিএম করার কথা জানিয়েছিল। যা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এজিএমের তারিখ জানানো হবে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ ওয়েল্ডিংয়ের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬ টাকা ৯০ পয়সায়। আর আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৫ টাকা ১০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরির পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হচ্ছে- শাশা ডেনিমস এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
সূত্র মতে, গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ এবং রহিমা ফুডের ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় শেয়ারের ক্যাটাগরিতে এই অবনমন ঘটেছে। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে কোম্পানি দুটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
পুঁজিবাজারের নিয়ম অনুযায়ী, সাধারণত ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলো ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে। কিন্তু রহিমা ফুড কাঙ্ক্ষিত লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় তাদের এই ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়মকানুন কার্যকর হবে। বিশেষ করে মার্জিন ঋণ সুবিধা এবং সেটেলমেন্ট সাইকেলের ক্ষেত্রে বিনিয়োগকারীদের এখন থেকে ‘বি’ ক্যাটাগরির নীতিমালা অনুসরণ করতে হবে।
এসএম
পুঁজিবাজার
রানার অটোমোবাইলসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা পরিচালকসহ সকল শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন করেন। পাশাপাশি অন্যান্য এজেন্ডাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএম শেষে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সভায় স্বাগত বক্তব্য, বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।
সভা শেষে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে এজিএমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।
পুঁজিবাজার
প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর টাকা ০৫ পয়সা বা ০৯.০৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৮.৫৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, আরামিট সিমেন্টস এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৭ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স, শাহজিবাজার পাওয়ার, এপেক্স ফুটওয়্যার, বিএসসি, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।
এসএম




