ক্যাম্পাস টু ক্যারিয়ার
দুই দফা দাবিতে ইবি সংস্কার আন্দোলনের অবস্থান কর্মসূচি
শহীদ সাজিদ হত্যার বিচার ও সনদ উত্তোলন প্রক্রিয়ায় চলমান জটিলতা দূরীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’র ব্যানারে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জানান, ‘আমরা সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চাই। পাশাপাশি সনদ উত্তোলনে শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হয় তার নিরসন চাই। সাজিদ হত্যার তদন্তের অগ্রগতি বিষয়ে সিআইডি ১৪ দিন পরপর ছাত্র সংগঠন এবং প্রশাসনের কাছে ব্রিফিং করে থাকে আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীদের একসেস চাই। এছাড়া সনদ উত্তোলনে যে দীর্ঘ এবং জটিল প্রসেস সে বিষয়ে ভিসি স্যারের হস্তক্ষেপ চাই যেন সহজ এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীরা তাদের সনদ তুলতে পারে।’
আয়োজকরা জানান, ‘প্রক্টর স্যার সিআইডি কনফারেন্সে শিক্ষার্থীদের একসেস দিবেন বলে আশ্বাস দিয়েছে এবং উপাচার্য স্যার দ্রুততম সময়ে যেন সনদ উত্তোলন করা যায় তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’
অর্থসংবাদ/এমকে/সাকিব
ক্যাম্পাস টু ক্যারিয়ার
যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান
প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওসামা এস এম খান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী মে মাসে তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন।
ওসামা খান ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি নেন। এরপর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে এমফিল করেন। গবেষণা করেছেন রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ে। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করপোরেট ফাইন্যান্স, গাণিতিক অর্থনীতি, বিনিয়োগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করে আসছেন।
এর আগে তিনি অ্যাস্টন ইউনিভার্সিটিতে প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব সারেতেও প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সোলেন্ট ইউনিভার্সিটির ডিরেক্টর অব লার্নিং অ্যান্ড টিচিং হিসেবেও কাজ করেছেন।
ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে নিয়োগের বিষয়ে ওসামা খান বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য হিসেবে নিযুক্ত হতে পারা আমার জন্য সম্মানের। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে ফল ঘোষণা করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (২৬ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমকে
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৪৯তম বিসিএসের ৩ প্রার্থীর মনোনয়ন স্থগিত
৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর পদ আপাতত স্থগিত রেখেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২৬ নভেম্বর) পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এদের মধ্যে ১২০২৭১৩০ ও ১২০০৩৩১৪ রেজিস্ট্র্রেশন নম্বরধারী দু’জন ইংরেজি বিভাগে প্রভাষক পদে এবং ১৫৬০৩৭০৫ রেজিস্ট্র্রেশন নম্বরধারী সমাজ কল্যাণ বিভাগে প্রভাষক পদে মনোনয়ন পেয়েছেন।
স্থগিতকৃত প্রার্থীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কাফি
ক্যাম্পাস টু ক্যারিয়ার
যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ, আহত ২৭
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২৭ শিক্ষার্থী।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রধান ফটকসহ আশপাশের এলাকায় পুলিশ পাহারায় রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। এ সময় দোকানি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। পরে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানিকে মারধর করেন। এতে মোড়ের দোকানিরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। দীর্ঘক্ষণ ধরে ইট পাটকেল ছোড়াছুড়ি করে দুপক্ষই। এতে অন্তত ২৭ শিক্ষার্থী আহত হয়েছেন।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে স্থানীয়রা ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে বিক্ষোভ করেন। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে প্রক্টর ড. মো. ওমর ফারুক বলেন, একটি ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। আমাদের প্রক্টরিয়াল বডিসহ অনেকে শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসতে দেরি করায় পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। সংঘর্ষে আমাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে।
টানা চার ঘণ্টা যবিপ্রবির উপাচার্য এবং কোষাধ্যক্ষ অবরুদ্ধ থাকার পর শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমঝোতা করে। সমঝোতা স্বরুপ বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা অবরুদ্ধ স্থান ত্যাগ করলে রাত ১টার পর উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিজ নিজ বাসভবনে ফিরে যান।
এমকে



