পুঁজিবাজার
লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে কোম্পানি ১ পয়সা লোকসান করেছিল।
এ সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল মাইনাস ৩ পয়সা।
প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১১ টাকা ২৫ পয়সা।
পুঁজিবাজার
ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৮৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ পয়সা।
প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৩২ পয়সা।
পুঁজিবাজার
ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২০ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা।
পুঁজিবাজার
ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৮৬ পয়সা।
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯৬ পয়সা।
এ সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (সিএফও পার শেয়ার) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সায়, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৬ পয়সা।
পুঁজিবাজার
কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা যায়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৩৯ পয়সা।



