পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন মাত্র ৮৪ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে হয়েছে মাত্র ৮৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২০ ও ১৯১৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৮৫ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০১টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৬৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, পিএইচপি ফাস্টৃ মিউচুয়াল ফান্ড এবং জিবিবি পাওয়ার লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইবনে সিনা ফার্মা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৩টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এএমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ার দর ৩ দমমিক ০৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, এনআরবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) কোম্পানিটির ১৩ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১০ কোটি ৫৪ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৭৮ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএসসি, খান ব্রাদার্স, সিমটেক্স, মনোস্পুল বাংলাদেশ, রানার অটোমোবাইলস, ডমিনেজ স্টিল এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
তিন শতাধিক শেয়ারের দরপতন, লেনদেন ২০০ কোটির ঘরে
সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেন কমে ২০০ কোটির ঘরে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৫ ও ১৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ২৭৬ কোটি ৫৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
এসএম



