পুঁজিবাজার
রেনাটার ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ থেকে ০৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেন কমলেও সূচকের উত্থানে সপ্তাহ শুরু ডিএসইতে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন সূচকের উল্লেখযোগ্য উত্থান এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫০ টি কোম্পানির, বিপরীতে ৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২০৫ শেয়ারের দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২০৫ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৩ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৫পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৩ ও ১৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৬ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
সমতা লেদারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এমকে
পুঁজিবাজার
এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে ৬৬ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৬৬ শতাংশ।
শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৮৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট নিট অপারেটিং ক্যাশ-ফ্লো ছিলো ৪৮ পয়সা। যা গত বছর ২২ পয়সা ছিলো।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির রি-ভ্যালুয়েশনসহ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৮৬ পয়সা।
এমকে
পুঁজিবাজার
সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১৬.৪১ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫.২৫ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। এতে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৯.৬৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্পিনিংয়ের দর কমেছে ৫.৭৬ শতাংশ, স্কয়ার ফার্মার ৫.৬৮ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৬১ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৯৫ শতাংশ, বাটা সু’র ৩.৬৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬১ শতাংশ এবং এসিআই লিমিটেডের ২.৪৯ শতাংশ।
এমকে



